রায়গঞ্জ, 16 অগস্ট: মঙ্গলবার রাতে গোষ্ঠীসংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয় একাধিক তৃণমূল কর্মী সমর্থক । ফলে বুধবার দুপুর থেকেই চাপা উত্তেজনা ছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের চোতরাগছ গ্রামের আতালডাঙি হাট এলাকায় । গোটা এলাকায় থমথমে পরিস্থিতির মধ্যে বেলা গড়াতেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে । আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বাড়িতে ।
মূলত তৃণমূলেরই দুটি গোষ্ঠীর মধ্যে এই বিবাদ । তারই জেরে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের গোষ্ঠীর একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে । স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলি বলেন, "এখানকার মানুষ শান্তিপ্রিয় । সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা বাজারে জিনিসপত্র কিনতে গেলে নির্দল সমর্থকরা আমাদের উপরে হামলা করে। আমরা তৃণমূলকে ভোট দিয়েছি এই কারণে আবদুল হকের নেতৃত্বে সাধারণ নিরীহ মানুষ এবং তৃণমূল কর্মীদের ওপরে গুলি চালানো হয়েছে । চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে ছিল তাঁকে আমরা ভোট না দেওয়ার জন্যেই এই ঘটনা ।"
অপরদিকে, এই ঘটনায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান বলেন, "ওরাই নির্দল ওরাই তৃণমূল । তৃণমূল থেকে টিকিট দেয়নি বলেই ওরা নির্দলে দাঁড়িয়েছিল, অন্য কোন দলে যায়নি । ওরা তৃণমূল দলই করে । গতকাল যে পার্টি অফিসে গন্ডগোল হয় সেটি তৃণমূলেরই পার্টি অফিস । পুলিশ প্রশাসনকে বলেছি এলাকা শান্ত করার জন্য । ওখানকার নেতৃত্ব যদি অশান্তি থামাতে না পারে তাহলে অশান্তি আরও বাড়বে ।"
আরও পড়ুন:তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত ইসলামপুর, আহত কর্মীদের দেখতে হাসপাতালে জেলা সভাপতি
উল্লেখ্য, মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের চোতরাগছ গ্রামের আতালডাঙি-হাট এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি এবং গুলি চালনার ঘটনা ঘটে । ঘটনায় প্রায় 20-22 জন গুলিবিদ্ধ হন । তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী । আহতদের অভিযোগ, তাঁরা তৃণমূল কর্মী । জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে তাদের ওপরে গুলি চালানো হয়েছে । অভিযোগের তির সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুল হক ও তাঁর লোকজনের বিরুদ্ধে ।