রায়গঞ্জ, 15 অক্টোবর : প্রথমে মাথায় ধারালো অস্ত্রের কোপ । তারপর মৃত্যু নিশ্চিত করতে গলা টিপেছিল শওহর ও তার প্রেমিকা । বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছিল অলিভিয়া পারভিনকে । হেমতাবাদ খুনে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এই তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ৷ এই খুনের মামলায় দুই মূল অভিযুক্ত মহম্মদ হানিফ ও তার প্রেমিকা শিলা ভৌমিককে করা জেরায় উঠে আসছে আরও অনকে কিছু, জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা ।
গতকাল সন্ধ্যায় রায়গঞ্জ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা ওই দু'জনকে । জেরা করতে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রেমের সম্পর্কে নিজেদের পথের কাঁটাকে সরাতেই বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করেছিল তারা । ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই খুনের ছক কষে তারা । তারপরই সুযোগ বুঝে খুন করা হয় । পুরো বিষয়টা তারা জেরায় স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছে জেলা পুলিশ । আজ দু'জনকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়ে সাতদিনের পুলিশি হেপাজতের জন্য আবেদন করেছে পুলিশ ।