পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণে সাইকেল ও আংটির দাবি না মেটায় বিবিকে পিটিয়ে খুনের অভিযোগ

পণের জন্য যুবতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার শাসন গ্রামের । মৃতার নাম মঞ্জুরা বেগম(৩০) । অভিযুক্ত শওহরের নাম সইবুল আলি ।

husband killed his wife for Dowry
পণের দাবিতে 'খুন'

By

Published : Dec 12, 2019, 6:05 PM IST

রায়গঞ্জ, 12 ডিসেম্বর: বিয়ের পাঁচ বছর পরও পণের দাবি মেটায়নি যুবতির বাড়ির লোকজন । তার জেরে যুবতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার শাসন গ্রামের । মৃতার নাম মঞ্জুরা বেগম(৩০) । অভিযুক্ত শওহরের নাম সইবুল আলি । যুবতির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার । ঘটনার পর থেকে পলাতক সইবুল আলি ও তার পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

পাঁচ বছর আগে রায়গঞ্জ থানার রূপাহারের বাসিন্দা মঞ্জুরা বেগমের সঙ্গে নিকাহ হয় হেমতাবাদ থানার শাসন গ্রামের বাসিন্দা সইবুলের । দু'টি সন্তান তাঁদের । যুবতির পরিবারের অভিযোগ, পণ বাবদ সাইকেল ও আংটির দাবি না মেটায় মঞ্জুরাকে পিটিয়ে খুন করেছে সইবুল ও তার বাড়ির লোকজন । রায়গঞ্জ জেলা হাসপাতালে গুরুতর জখম মঞ্জুরাকে ভরতি করা হয়েছিল । সেখানেই মৃত্যু হয় তার ।


অভিযোগ, বিয়ের পর থেকেই আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য মঞ্জুরার উপর চাপ দিতে সইবুল । এজন্য তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত । মঞ্জুরার দাদা রফিকুল মহম্মদের অভিযোগ, পণের জন্য মঞ্জুরাকে মারধর করত সইবুল । বুধবার রাতে সইবুল ও তার পরিবারের লোকজন মঞ্জুরাকে প্রচণ্ড মারধর করে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details