রায়গঞ্জ, 11 ডিসেম্বর: অ্যাম্বুলেন্স না-পেয়ে হাসপাতাল যাওয়ার পথে টোটোতেই সন্তান প্রসব করলেন এক প্রসূতি । এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে । ঘটনার প্রতিবাদে সোমবার হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হন স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
রবিবার ভোরে এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউচি এলাকার কোড়াপাড়া গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর তিনটে নাগাদ হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউচি এলাকার কোড়াপাড়া গ্রামের বাসিন্দা প্রশান্ত কোড়ার স্ত্রী কলাবতী নাগবংশীর প্রসববেদনা ওঠে । বহুবার 102 অ্যাম্বুলেন্স পরিষেবার নম্বরে ফোন করা হলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ । পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, 102 অ্যাম্বুলান্সে ফোন করা হলে সেখান থেকে একজন জানান যে, কুয়াশার কারণে রাস্তা চিনতে পারছেন না, তাই যেতে পারবেন না বলে সাফ জানানো হয় ।
বেগতিক দেখে টোটো করে সেই প্রসূতিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন পরিবারের লোকেরা । সেই সময় আর থাকতে না পেরে টোটোতেই সন্তান প্রসব করেন প্রসূতি। পরবর্তী সময়ে তাঁকে এবং সদ্যোজাত শিশুকন্যাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ।
এই ঘটনা জানাজানি হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয় এলাকাজুড়ে । প্রতিবাদে সোমবার আন্দোলনে নামে স্থানীয় বিজেপি নেতৃত্ব । হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হন বিজেপির নেতা-কর্মীরা । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্র চত্বরে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেমতাবাদ থানার পুলিশ ।