পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু মহিলার - নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু মহিলার

মৃত মহিলার নাম নিকিতা খাতুন ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ ।

woman-dies-after-being-hit-by-a-pickup-van-which-is-loses-control
woman-dies-after-being-hit-by-a-pickup-van-which-is-loses-control

By

Published : Mar 2, 2021, 2:23 PM IST

রায়গঞ্জ, 2 মার্চ : নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল পথচারী মহিলার । সোমবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লালপুকুর এলাকায় কিশানগঞ্জ-গোয়ালপোখর রাজ্য সড়কে ।

মৃত মহিলার নাম নিকিতা খাতুন ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে । এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক পিকআপ ভ্যানের চালক । পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত গতিতে চলছিল পিকআপ ভ্যানটি ৷ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোয়ালপোখর থানার মহুয়া গ্রাম পঞ্চায়েতের লালপুকুর গ্রামে কিশানগঞ্জ-গোয়ালপোখর রাজ্য সড়কে এক মহিলাকে সজোরে ধাক্কা মেরে ৷ এরপর রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় নিকিতা খাতুন নামে এক মহিলার ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা সেই সময় রাস্তা পার হচ্ছিলেন । ঘটনায় পর কিছুক্ষণ কিশানগঞ্জ-গোয়ালপোখর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ABOUT THE AUTHOR

...view details