পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী - Woman died in Raiganj

মৃতার পরিবার স্বামী নিজামুদ্দিনকে ধরে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন । পাশাপাশি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ।

Raiganj
Raiganj

By

Published : Oct 10, 2020, 6:25 PM IST

রায়গঞ্জ, 10 অক্টোবর : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এলেঙ্গা গ্রামে । অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনেরা পিটিয়ে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে তাঁকে । মৃত গৃহবধূর নাম নার্গিস বেগম (23) ।

মৃতার পরিবার স্বামী নিজামুদ্দিনকে ধরে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন । পাশাপাশি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ।অপরদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে তিনবছর আগে শঙ্করপুরের বাসিন্দা নার্গিস বেগমের সঙ্গে বিয়ে হয় এলেঙ্গা গ্রামের বাসিন্দা নিজামুদ্দিনের । বিয়ের পর জানা যায় নার্গিসের স্বামী নিজামুদ্দিন কিছুই করেন না । শ্বশুরমশাই সংসার চালান । এরপরেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা নার্গিসের উপর চাপ দিত । চলত মারধর এবং শারীরিক ও মানসিক নির্যাতনও । তাঁদের অভিযোগ, তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা নার্গিসকে মারধর করে খুন করে । এরপরে তাঁকে ঝুলিয়ে দেয় বলেও দাবি করেন তাঁরা ।

নার্গিসের মৃত্যুর খবর পেয়েই নিজামুদ্দিনকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা । বাকিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে । দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবার।

ABOUT THE AUTHOR

...view details