রায়গঞ্জ, 21 নভেম্বর : পথ দুর্ঘটনা কমাতে রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রকল্পের প্রচার চালাচ্ছে রাজ্য সরকার ৷ সেজন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা ৷ কিন্তু, সেই প্রকল্পকে বুড়ো আঙুল দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই ৷ সেই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৷ গতকাল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের হেলমেট ছাড়াই বাইক মিছিল করতে দেখা যায় ৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শাসকদলের অন্যতম নেতা গৌতম দেব ৷
মন্ত্রীর উপস্থিতিতেই হেলমেট ছাড়া বাইক মিছিল তৃণমূলের - কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল নির্বাচনী প্রচার
'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রকল্পে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তাদের কাছে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশ্ন করছেন তিনি ৷ অথচ তাঁর দলের কর্মী-সমর্থকরাই মানছেন না এই প্রকল্পের বার্তা ৷ নিয়মের তোয়াক্কা না করে হেলমেট ছাড়াই বাইক মিছিল করলেন তাঁরা ৷
গতকাল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপনদেব সিংহের নির্বাচনী প্রচার করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । বরুণা গ্রাম পঞ্চায়েতের বামনগ্রাম, মালঞ্চ, কাচিমুয়া ও রারিয়া গ্রামগুলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি । মন্ত্রী হুড খোলা গাড়িতে ছিলেন ৷ তাঁর গাড়ির সামনে-পিছনে বাইক নিয়ে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাঁদের মাথায় হেলমেট ছিল না ৷
এবিষয়ে গৌতমবাবুকে প্রশ্ন করা হয় ৷ তিনি জানান, বিষয়টি তাঁর নজরে পড়েছে ৷ পরেরবার থেকে সতর্ক করে দেবেন দলীয় কর্মী-সমর্থকদের ৷ তাঁর কথায়, "পরেরবার থেকে নির্বাচনী প্রচার বা বাইক ব়্যালি করলে প্রার্থী সহ অন্য নেতা কর্মী সমর্থকরা অবশ্যই হেলমেট পরে প্রচার করবেন ।"