রায়গঞ্জ, 28 জুন: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে আরও বেশি করে মনোযোগী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা ৷ দলবল, ব্যানার-ফেস্টুন নিয়ে চলছে প্রচার ৷ কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক প্রার্থীর প্রচারে দেখা গেল অন্য ছবি ৷ এলাকায় তাঁর দলের কোনও কর্মী-সমর্থক নেই ৷ তাই তিনি একাই দলীয় পতাকা নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনের সিপিএম প্রার্থী খবির আলমের একটাই পণ, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী...৷
অভাব নিত্যসঙ্গী ৷ পরিবারের মুখে দু-মুঠো ভাত জোগাতে হিমশিম খেতে হয় ৷ পরের জমিতে কাজ করে জোটে রুটি রুজি ৷ ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনে সিপিএম প্রার্থী খবির আলমের আর্থিক অবস্থা এ রকম হলেও তা তাঁর রাজনৈতিক আদর্শে প্রভাব ফেলতে পারেনি ৷
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি অঞ্চল মানেই আতঙ্কের পরিবেশ । এই অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা আকছার ঘটে ৷ 2011 সালে বামফ্রন্ট রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই আগডিমটি অঞ্চলে সিপিএমের সংগঠন ভেঙে যায় । এই আগডিমটি অঞ্চলের কালুবস্তি গ্রামের বাসিন্দা খবির আলমের পরিবার সিপিএম-মনস্ক । বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় থাকাকালীন এই পরিবারের বেশ কয়েকজন জনপ্রতিনিধি হলেও তাঁদের আর্থিক অবস্থার কোনও পরিবর্তন ঘটেনি । বংশ পরম্পরায় বামপন্থী হওয়ার ধারা অবশ্য আজও অব্যাহত ৷ এ বারে ইসলামপুর পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনে সিপিএম প্রার্থী হয়েছেন এই পরিবারের সদস্য খবির আলম ।