রায়গঞ্জ, 4 মে : প্রথম থেকেই বাড়িতে টুকিটাকি সেলাইয়ের কাজ করতেন উত্তর দিনাজপুর জেলা BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির স্ত্রী রেখা লাহিড়ি । তবে এবার কোরোনা মোকাবিলায় গরিব মানুষের স্বার্থে আরও এক প্রতিবেশীকে সঙ্গী করে 10 হাজার মাস্ক তৈরির কাজে দিনরাত মেহনত করে চলেছেন রেখা দেবী । ইতিমধ্যেই প্রায় সাত হাজার মাস্ক তিনি তৈরি করে ফেলেছেন । BJP কর্মীদের মাধ্যমে বিভিন্ন গ্রামে গ্রামে সেই মাস্কগুলো বিতরণ করার কাজ চলছে । কোরোনা মোকাবিলায় দুস্থ মানুষের মধ্যে বেশি সংখ্যক মাস্ক বিতরণ করতে চান তিনি ।
বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস থাবা বসিয়েছে । লাখ লাখ মানুষ মারা গিয়েছেন কোরোনায় আক্রান্ত হয়ে । এই মুহূর্তে লকডাউনই মূলত এই ভাইরাস থেকে মানুষকে দূরে থাকার একমাত্র উপায় । তবে এই লকডাউনের মধ্যে সবথেকে বেশি সমস্যায় পড়েছে শ্রমিক সম্প্রদায় । পাশাপাশি দিন আনা দিন খাওয়া মানুষও সমস্যার মধ্যে রয়েছে । তাদের কোথাও জুটছে না ত্রাণ কোথাও জুটছে না মাস্ক । তবে বিশেষজ্ঞরা বর্তমানে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি বলে রায় দিয়েছেন । এই সমস্যার কথা মাথায় আসতেই রেখা লাহিড়ী প্রাথমিকভাবে নিজে থেকে 100 মাস্ক তৈরি করে বিতরণ করেছিলেন । তার তৈরি করা মাস্ক যথেষ্ট ভালো মানের হওয়ায় এরপরই BJP-র নেতা কর্মীরা দাবি করেন, গরিব পিছিয়ে পড়া মানুষদের জন্য মাস্ক তৈরি করে দিতে । তবে এই আবদারে পিছিয়ে না গিয়ে এক লহমায় রাজি হয়ে যান রেখা দেবী ।