পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের বাড়িতে সিবিআই, "দুর্নীতির আঁতুড় ঘর" কটাক্ষ দেবশ্রীর - অভিষেকের বাড়িতে সিবিআই

"রাজ্যের সবাই জানেন কয়লা দুর্নীতির সঙ্গে কে জড়িত । কয়লা দুর্নীতিতে বিনয় মিশ্রের নাম পাওয়া যায় । যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । " বললেন দেবশ্রী চৌধুরী ।

বিজেপি নেত্রী দেবশ্রী রায়
বিজেপি নেত্রী দেবশ্রী রায়

By

Published : Feb 21, 2021, 6:11 PM IST

Updated : Feb 21, 2021, 6:24 PM IST

রায়গঞ্জ, 21 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ দুর্নীতির আতুড় ঘর হিসেবে পরিণত হয়েছে । রাজ্যকে দূর্নীতির হাত থেকে বাঁচাতেই হবে । আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শালিকাকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চোধুরী। বলেন, "কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার কে করছে... সেটা আর রাজ্যের মানুষকে বলে দিতে হয় না । রাজ্যের মানুষ একদম নির্দিষ্ট দিকে উচ্চারণ করেন । পশ্চিমবঙ্গের ছোট থেকে বড় সবাই জানেন এই দুর্নীতির সঙ্গে কে যুক্ত আছেন । স্বাভাবিকভাবে সিবিআই তদন্ত সেই অভিমুখেই রওনা হয়েছে ।"

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছেন । তাঁকে বুক দিয়ে আগলে রেখেছিলেন । এবার মুখ্যমন্ত্রী কী ভূমিকা নেন সেদিকে তিনি তাকিয়ে আছেন ।

অভিষেকের স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছে । সেই প্রসঙ্গে দেবশ্রী বলেন, "রাজ্যের সবাই জানেন কয়লা দুর্নীতির সঙ্গে কে জড়িত । কয়লা দুর্নীতিতে বিনয় মিশ্রের নাম পাওয়া যায় । যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । এখন সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারেনি । এই ঘটনা নিয়ে বিভিন্ন মন্তব্য চলছে । বহুদিন ধরে সিবিআইয়ের নজর আছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই নোটিশ দিয়ে তদন্ত মূল নিশানায় নিয়ে গিয়েছে ।"

পশ্চিমবঙ্গ দুর্নীতির আতুড় ঘরে পরিণত হয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী

দেবশ্রী চৌধুরী আরও বলেন, "সিবিআই তদন্ত যখন একটি ডিরেকশন নিয়ে গিয়েছে তখন সিবিআইয়ের হাতে কিছু সূত্র আছে । অভিষেকের স্ত্রীকে আগে সোনা-সহ বিমানবন্দরে দেখা গিয়েছিল । এই ঘটনায় প্রমান যে, কেউই ধোয়া তুলসি পাতা নন ।"

দেবশ্রী চৌধুরী আরও বলেন, "দুর্নীতিতে পশ্চিমবঙ্গ আতুড় ঘরে পরিণত হয়েছে । রাজ্যের মানুষ এর বিচার চাইছেন । তদন্তের দাবি করছেন ।" সিবিআই অভিষেকের স্ত্রীকে নোটিশ দিয়ে তদন্তের গতি বাড়াচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন ।

Last Updated : Feb 21, 2021, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details