হেমতাবাদ, ৪ ফেব্রুয়ারি : ভোটের আগে এবার জেলাস্তরেও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনে ভাঙন শুরু । দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগে সরব হয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ছাত্র নেতা সুশোভন গুপ্ত। তিনি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুপ করের কাছে ইমেলের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পদে পদত্যাগ হেমতাবাদের যুব নেতার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সুশোভন গুপ্ত ৷ আজ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুপ করের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি ৷ তবে, জেলা তৃণমূলের দাবি, সুশোভনের সঙ্গে আলোচনা করে সব মনোমালিন্য তারা মিটিয়ে নেবেন ৷
আরও পড়ুন : ভোটের আগে ডালখোলার যানজট নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
তৃণমূল ছাত্র নেতা সুশোভন গুপ্তের পদত্যাগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। বিজেপির দাবি শুধু সুশোভনই নয়, বহু তৃণমূল কংগ্রেস নেতা দল ছাড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তাঁরা উপলব্ধি করতে পেরেছেন যে, রাজ্যে আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে না। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সুশোভন গুপ্তর সঙ্গে বৈঠকে বসে ক্ষোভের বিষয়টি মিটিয়ে ফেলা হবে। সদ্য পদত্যাগ করা হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুশোভন গুপ্ত এখনও ঠিক করেননি তিনি অন্য কোনও দলে যাবেন কি না।