রায়গঞ্জ, 3 মার্চ : রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া । তারই প্রতিবাদে রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ জানাল উত্তর দিনাজপুরের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । আজ রায়গঞ্জ ব্লকের মহারাজাতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন এলাকার মহিলারা ।
এদিন রাস্তার উপর রান্নার গ্যাসের সিলিন্ডার উল্টো করে, গ্যাসের পরিবর্তে কাঠের উনুনে রান্না করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন মহিলারা । মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি পম্পা সরকার কাঠের উনুনে রান্না করেন ।
আরও পড়ুন : গ্যাসের দাম বৃদ্ধিতে উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ
বিক্ষোভকারীদের দাবি, গ্যাসের সিলিন্ডারের দাম যেমন বেড়েছে, অন্যদিকে তেমনই কমেছে ভর্তুকির পরিমাণ । করোনাকালে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, খাদ্য বস্তুর দাম । ফলে হেঁসেলে গ্যাস জ্বালিয়ে রান্না করা প্রায় দায় হয়ে পড়েছে ।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় উনুনে রান্না । দেখুন ভিডিয়ো... কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা গ্যাস নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের জেলা সহ সভাপতি । তিনি বলেন, "পেট্রোল ডিজ়েলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে করে মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের পেটে টান পড়তে চলেছে । করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার বিনামূল্যে খাদ্য বণ্টনের ব্যবস্থা করেছে, তাতে আমরা দুবেলা খেতে পেরেছি । কিন্তু উজ্জ্বলা গ্যাসের নাম করেও কোনও গ্যাস হেঁশেল পর্যন্ত এলো না ।"