রায়গঞ্জ, 10 মার্চ : হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সত্যজিৎ বর্মণ । আজ সকালে তাঁকে এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ ও কুশল মঙ্গল জানতে দেখা যায় । এমনকি গ্রামের চায়ের দোকানে বসে চা পান করতেও দেখা যায় । তাঁর কথায়, এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পরে নয়, সারা বছর প্রতিটি দিনই সকালে গ্রামবাসীদের সুখ দুঃখের খবর নেওয়া এবং তাদের পাশে থেকে কাজ করে আসছি ।
আরও পড়ুন : ভোট মরশুমে জনসংযোগে জোর ‘দিদির দূত’ গৌতমের
চা খেতে খেতে সত্যজিৎ বর্মণ বলেন, "এলাকার প্রবীণদের কাছে ভোটে জেতার জন্য আশীর্বাদ চাইলাম । দীর্ঘ 10 বছর ধরে তৃণমূলে আছি । প্রতি দিনই চায়ের দোকানে বসি । সকালে সবাইকে এই চায়ের দোকানে পাওয়া যায় । তাঁদের কাছে এসে খোঁজ খবর নেওয়া আমার নিত্যদিনের কাজ । আজ ভোটের প্রার্থী হয়ে আবেদন জানাচ্ছি ।"
কী বললেন তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মণ । দেখুন ভিডিয়ো... তিনি আরও জানান, "মানুষের কাছ থেকে ব্যাপকভাবে সাড়া মিলছে । মানুষ উন্নয়নের নিরিখেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন । আর প্রতিপক্ষ বলতে তেমন কাউকেই পাওয়া যাচ্ছে না । না বিজেপি, না সিপিআইএম । রাস্তাঘাটে মাঝে মধ্যে দু একটা ওদের দলের পতাকা দেখা যায় ।"