রায়গঞ্জ, 4 এপ্রিল: যিনি নিজেকেই রক্ষা করতে পারেন না তিনি আবার অন্যকে রক্ষা করবেন কীভাবে ? রবিবার ইটাহার বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই প্রার্থী ড. শ্রীকুমার মুখোপাধ্যায়ের সমর্থনে এক কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে এমনই অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।
ইটাহারের কর্মিসভায় মমতাকে কটাক্ষ সূর্যর
রবিবার ইটাহারে ড. শ্রীকুমার মুখোপাধ্যায়ের সমর্থনে কর্মিসভা করলেন সূর্যকান্ত মিশ্র । এদিন ভাষণে তিনি মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন ৷ বলেন, "যিনি নিজেকেই রক্ষা করতে পারেন না তিনি আবার অন্যকে রক্ষা করবেন কীভাবে ?"
সূর্যবাবু এদিন বলেন, "নন্দীগ্রামের নির্বাচনের দিন বুথে গিয়ে বলছেন এখানে এজেন্ট নেই, নির্বিচারে ছাপ্পা ভোট হচ্ছে । যে রাজ্যপালের সঙ্গে তাঁর মুখ দেখাদেখি নেই, সেই রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের কাছে প্রাণ বাঁচানোর জন্য টেলিফোনে আর্জি জানাচ্ছেন । মুখ্যমন্ত্রী আদালতে যাবারও হুমকি দিচ্ছেন । তিনি দুই ঘণ্টা ধরে বুথে বসে থাকলেন । মুখ্যমন্ত্রীকে পাহারা দেবার জন্য বুথের চারিদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল । দুই ঘণ্টা পর কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী- যত বাহিনী আছে মুখমন্ত্রীকে বুথ থেকে উদ্ধার করলেন ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সিপিএম রাজ্য সম্পাদকের বার্তা, "আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন না । বিজেপির বিরুদ্ধে একমাত্র বামপন্থীরা লড়াই দিতে পারে ।" মীনাক্ষি মুখোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, "যে সমস্ত বুথে ভিড় হচ্ছিল সেখানে কোনও মুখ্যমন্ত্রী নয়, এমএলএ নয়, বাংলার মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় ভিড় হটাতে উদ্যোগ নিয়েছিলেন । ১৪৪ ধারা জারি থাকার পরও পুলিশ কোনও উদ্যোগ না নেওয়ায় ভিড় দেখে মীনাক্ষী সেখানকার জনতাকে সরিয়ে দিয়েছিলেন । পুলিশ এবং প্রিসাইডিং অফিসার উদ্যোগ না নেওয়ায় নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে । মীনাক্ষী সরকারে নেই, দরকারে আছেন ৷"