রায়গঞ্জ, 27 ফেব্রুয়ারি : মুখে জয় বাংলা মাস্ক পরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চকে ঘিরে বিতর্ক ছড়িয়েছিল উত্তর দিনাজপুরে । 25 ফেব্রুয়ারি রায়গঞ্জে জয় বাংলা মাস্ক পরে রুটমার্চ করেছিল কেন্দ্রীয় বাহিনী । এই নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছিল । গতকাল ফের তারা রায়গঞ্জ সংলগ্ন ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে । কিন্তু, গতকাল আর তাদের মুখে জয় বাংলা মাস্ক দেখা যায়নি ।
বুধবার অনেক রাতে রায়গঞ্জে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রায়গঞ্জ শহর ও তার আশপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনী মুখে " জয় বাংলা " লেখা মাস্ক পরে রুটমার্চ করে । উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের স্লোগান জয়বাংলা । শাসক দলের এই স্লোগানকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নোংরাভাবে প্রচারের কাজে লাগানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করে । বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে রাতে রায়গঞ্জ শহরে রাস্তা অবরোধ কর্মসূচী পালন করা হয় ।