রায়গঞ্জ, 9 ফেব্রুয়ারি : তৈরি হল উত্তর দিনাজপুর জেলা বিজেপি টিচার্স সেল ৷ টিচার্স সেলের প্রথম কার্যকার সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরের সুপার মার্কেটের রোটারি ভবনে ৷ উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, শিক্ষাবিদ দেবাশিস বিশ্বাস, বিজেপির টিচার্স সেলের রাজ্য কনভেনার কৌশিক ভট্টাচার্য সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ।
আরও পড়ুন : রায়গঞ্জে মমতার সভায় 80 হাজারের জমায়েত হবে, দাবি তৃণমূলের
প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী । বিজেপির টিচার্স সেলের রাজ কনভেনার কৌশিক ভট্টাচার্য বলেন, "প্রায় 250 জন শিক্ষক বিজেপির এই টিচার্স সেলের আওতায় এসেছেন । উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম বিজেপির টিচার্স সেলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । চোপড়া থেকে ইটাহার সবকটি ব্লকের শিক্ষকেরা আজকের সম্মেলনে যোগদান করেছেন । বর্তমান রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে যে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে তা থেকে মুক্তি পেতে শিক্ষকেরা বিজেপির টিচার্স সেলে যুক্ত হচ্ছেন ।"
ভিডিয়োতে শুনুন বিজেপি নেতার বক্তব্য এদিন তিনি আরও বলেন, "পূর্বতন বামফ্রন্ট সরকারের থেকেও জঘন্য অবস্থা তৈরি করেছে বর্তমান তৃণমূল শাসিত সরকার ।"