রায়গঞ্জ, 10 এপ্রিল : করণদিঘিতে রাহুল গান্ধির জনসভা থেকে AIIMS-র দাবি তুলল জনতা। জনগণকে আশ্বস্ত করেন কংগ্রেস সভাপতি। বলেন, "বিষয়টি দেখছি।"
আজ উত্তর দিনাজপুরের করণদিঘিতে নির্বাচনী জনসভা করেন রাহুল গান্ধি। কিন্তু, রাহুলের পৌঁছাতে দেরি হওয়ায় সভায় শুরু হয় বিশৃঙ্খলা। এরই মধ্যে সভাস্থানে পৌঁছান কংগ্রেস সভাপতি। বক্তব্যের শুরু থেকেই মোদি-মমতাকে আক্রমণ শানান তিনি। প্রতিশ্রুতি দেন ক্ষময়া এলে রাফালের সঠিক তদন্ত হবে। বলেন, "কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পাবে।"