পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AIIMS চাই AIIMS, রাহুলের সভায় উঠল দাবি - bjp

AIIMS চাই। করণদিঘিতে রাহুল গান্ধির জনসভা থেকে এই দাবি তুলল জনতা।

রাহুল গান্ধি

By

Published : Apr 10, 2019, 6:02 PM IST

রায়গঞ্জ, 10 এপ্রিল : করণদিঘিতে রাহুল গান্ধির জনসভা থেকে AIIMS-র দাবি তুলল জনতা। জনগণকে আশ্বস্ত করেন কংগ্রেস সভাপতি। বলেন, "বিষয়টি দেখছি।"

আজ উত্তর দিনাজপুরের করণদিঘিতে নির্বাচনী জনসভা করেন রাহুল গান্ধি। কিন্তু, রাহুলের পৌঁছাতে দেরি হওয়ায় সভায় শুরু হয় বিশৃঙ্খলা। এরই মধ্যে সভাস্থানে পৌঁছান কংগ্রেস সভাপতি। বক্তব্যের শুরু থেকেই মোদি-মমতাকে আক্রমণ শানান তিনি। প্রতিশ্রুতি দেন ক্ষময়া এলে রাফালের সঠিক তদন্ত হবে। বলেন, "কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পাবে।"

রাহুলের বক্তব্য তখন প্রায় শেষের দিকে হঠাৎই শ্রোতাদের দিক থেকে AIIMS-র দাবি ওঠে। আওয়াজ ওঠে, AIIMS চাই AIIMS। বিষয়টি দেখবেন বলে কথা দেন রাহুল।

এই সংক্রান্ত খবর :ক্ষমতায় এলে রাফালের তদন্ত হবে, সবাই শাস্তি পাবে; রাহুল গান্ধি

ABOUT THE AUTHOR

...view details