পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBCPCR Slams Priyank Kanoongo: চরমে সংঘাত ! প্রিয়াঙ্কের নিন্দায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন - রাজ্য শিশু সুরক্ষা কমিশন

কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ সেখানে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে প্রতিনিধি দল ৷ তাদের সঙ্গে সংবাদমাধ্যমও আছে ৷ এর তীব্র সমালোচনা করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷

Priyank Kanoongo
প্রিয়াঙ্ক কানুনগো

By

Published : Apr 23, 2023, 11:13 AM IST

কালিয়াগঞ্জ, 23 এপ্রিল: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে তোপ দাগল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতে রায়গঞ্জে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ আজ তাঁর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের কালিয়াগঞ্জে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার কথা ৷

তার আগে প্রিয়াঙ্ক কানুনগোকে আক্রমণ করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন । তাদের অভিযোগ, তিনি রাজ্যের শিশু ও মহিলাদের বিরুদ্ধে যে সব মন্তব্য করছেন, তা নিন্দাজনক ৷ তিনি তথ্যের সত্য-মিথ্যা যাচাই না-করেই প্ররোচনামূলক মন্তব্য করছেন ৷ এতে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ৷ সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দু'টি শিশু সুরক্ষা ও অধিকার সংস্থার মধ্যে সংঘাত শুরু হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

রবিবার সকালে এনসিপিসিআর প্রতিনিধি দল কালিয়াগঞ্জে নির্যাতিতা কিশোরীর বাড়িতে যাচ্ছে ৷ তাঁদের সঙ্গে বহু সংবাদমাধ্যমের প্রতিনিধি রয়েছেন ৷ তাই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ এই ঘটনাকেও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের প্রশ্ন, একটা তছনছ হয়ে যাওয়া পরিবারকে বিশাল সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে ৷ এই শোকাহত মুহূর্তে ওই পরিবার তাদের একা থাকার আবেদন জানিয়েছে ৷ তাও এটা করা হচ্ছে ৷ এটা কি শিশুর অধিকার বলে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন ৷

আরও পড়ুন: রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল

অভিযোগ, রাজ্য শিশু সুরক্ষা কমিশন থাকতেও তাদের অগ্রাহ্য করেছে এনসিপিসিআর ৷ তারা কমিশনস ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্টকে লঙ্ঘন করেছে ৷ তাঁরা বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং শুধুমাত্র রাজ্যকে কালিমালিপ্ত করার জন্য ৷ পশ্চিমবঙ্গে শিশুদের মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে ৷ তারাই করছে যারা শিশুদের অধিকার রক্ষার দায়িত্বে রয়েছে ৷ অন্য একটি পোস্টে রাজ্য শিশু সুরক্ষা কমিশন লেখে "ধিক্কার এনসিপিসিআর" ৷

ABOUT THE AUTHOR

...view details