রায়গঞ্জ, ১১জুলাই : অবিলম্বে স্কুলগুলিতে স্যানিটাইজ়ার ও মাস্ক দেওয়ার দাবি জানাল জেলার শিক্ষক মহল ৷ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে জেলার ব্লক উন্নয়ন আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হয় ৷
স্কুলগুলিতে নেই স্যানিটাইজ়ারের ব্যবস্থা ৷ নেই গ্লাভস এবং মাস্কও ৷ অথচ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে এই অবস্থাতেই বিতরণ করতে হচ্ছে মিড ডে মিলের সামগ্রী । ফলত, ক্ষোভের সঞ্চার হয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষক মহলে । গতকাল রায়গঞ্জ ব্লক উন্নয় দপ্তরে ডেপুটেশন জমা দেন তাঁরা ৷ আজ শনিবার করণদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা ।