পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবৈধ উট পাচার রুখতে গিয়ে নিঁখোজ উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এক কর্মী

অবৈধভাবে পাচার করতে যাওয়া উট উদ্ধার করতে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলসের এক কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম টেটেশ্বরী এলাকায়।

Uttar Dinajpur
উট পাচার

By

Published : Mar 2, 2021, 5:26 PM IST

Updated : Mar 3, 2021, 9:20 AM IST

রায়গঞ্জ, 2 মার্চ : অবৈধভাবে পাচার করতে যাওয়া উট উদ্ধার করতে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এক কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম টেটেশ্বরী এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিউপিলস ফর অ্যানিমেলের পক্ষ থেকে চোপড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের করার পর পুলিশ মধ্যরাতে গিয়ে নিখোঁজ ওই কর্মীকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর পক্ষ থেকে জানা গিয়েছে, চোপড়ার টেটেশ্বরী এলাকায় অবৈধভাবে বেশকিছু উট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এই খবর পাওয়ামাত্র পিউপিলস ফর অ্যানিম্যালের দুই ভলেন্টিয়ার লোকেশন ট্র্যাক করে ওই এলাকায় পৌঁছে চারটি উটের খোঁজ পেতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে চোপড়া থানায় খবর দেওয়া হয় পুলিশ পাঠানোর জন্য। কিন্তু তিন-চার ঘন্টা অতিবাহিত হলেও কোনও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোর জন্য পাচারকারীরা দলবল নিয়ে এসে উটগুলিকে নিয়ে অন্যত্র চলে যায়।

অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই সংস্থার কর্মকর্তারাও। ঘটনাস্থলে থাকা এক কর্মী রানা ঘোষ জানান, তিনি তার এক সঙ্গী সুব্রত দাস উট পাচারের খবর পেয়ে স্পট ভেরিফিকেশনের জন্য টেটেশ্বরী এলাকায় পৌঁছানোর পাশাপাশি চারটি উটের খোঁজ পায়। খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চোপড়া থানায় পুলিশকে খবর দেয়। যেন তারা ঘটনাস্থলে এসে উটগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় চোরাকারবারিরা ওই কর্মীকে মারধর করে তুলে নিয়ে যায় সঙ্গে উটগুলিকেও নিয়ে যায়। এবং রানাবাবু কোনও প্রকারে প্রাণ হাতে নিয়ে পালিয়ে থানায় যায়।

অবৈধভাবে উট পাচার নিয়ে বললেন প্রিয়া রুদ্র চোপড়া

সংস্থার শিলিগুড়ি শাখার কো-অর্ডিনেটর প্রিয়া রুদ্র চোপড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু উটগুলিকে এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ।

Last Updated : Mar 3, 2021, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details