রায়গঞ্জ, 21 এপ্রিল : রাজ্য সরকারের দেওয়া অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে । প্রথমে পড়ুয়াদের কাস্ট সার্টিফিকেটের নথি জোগার করা । তারপর ওই নথি দিয়ে রাজ্য সরকারের OASIS পোর্টালে নাম নথিভুক্ত করা । শেষে জেলার বিভিন্ন কলেজের পড়ুয়ার ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট করছে একটি চক্র (Scholarship Fraud in Uttar Dinajpur)।
সেই খোঁজেই ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল করণদিঘির থানার কয়েকটি গ্রামে ৷ সাদিপুর, চৌনগর, ভেন্ডাবাড়ি গ্রামে গিয়ে দেখা গেল, কেউ পড়াশোনা ছেড়েছেন বেশ কিছু বছর আগে । আবার কেউ অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজে যোগ দিয়েছেন । কিন্তু তাঁদের প্রত্যেককেই পড়ুয়া দেখিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট হচ্ছে । তাঁদের মুখেই জানা গেল, কেউ কেউ পড়াশোনা করেছেন করণদিঘিরই বিভিন্ন স্কুল-কলেজে । কিন্তু রাজ্য সরকারের ওই পোর্টালে তাঁদেরকে দেখানো হয়েছে রায়গঞ্জের একটি বেসরকারি কলেজের পড়ুয়া হিসেবে ।