রায়গঞ্জ, 20 মার্চ : টাকার বিনিময়ে প্রার্থীপদ পাইয়ে দিয়েছেন ৷ রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল ৷ অভিযোগ তুলেছেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সহ-সভাপতি মদন বিশ্বাস ৷
আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দিনজপুরে বিজেপির পক্ষ থেকে ইটাহার ও করনদিঘি আসন বাদে বাকি 7টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে । প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে চাকুলিয়া, ইসলামপুর, করনদিঘি, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ শহরের জেলা কার্যালয়ে দলের কর্মীরা ভাঙচুর চালান । তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে মন্ত্রী দেবশ্রী চৌধুরী প্রার্থী নির্বাচন করেছেন । সেই একই অভিযোগ করলেন বিজেপির ওবিসি মোর্চার জেলার সহ-সভাপতি মদন বিশ্বাস । তাঁর অভিযোগ, প্রথমে প্রার্থীপদ পাইয়ে দেওয়ার টোপে তাঁকে দিয়ে 28 লাখ টাকা খরচ করানো হয়েছে । পরে দেবশ্রী চৌধুরী টাকার বিনিময়ে অন্য একজনকে প্রার্থী করেছেন । জেলার বাকি আসনগুলিতেও এই একই ধরনের কাজ হয়েছে । মন্ত্রীর এই নোংরা কাজের জন্য এই জেলায় বিজেপি 9টির মধ্যে একটি আসনেও জিততে পারবে না বলে তাঁর দাবি ।
আরও পড়ুন : তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি, বললেন আউশগ্রামের বিজেপির প্রার্থী