পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Scarcity in Itahar : তীব্র জলসঙ্কট উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে, ক্ষুব্ধ গ্রামবাসীরা - Water Scarcity at Itahar in Uttar Dinajpur

শুকিয়ে গিয়েছে কুয়ো, নলকূপ থেকেও জল উঠছে না । প্রায় 15 হাজার গ্রামবাসী জলের সমস্যায় ভুগছেন (Water Scarcity in Itahar) ৷

Water Scarcity
তীব্র জলসঙ্কট উত্তর দিনাজপুর জেলার ইঁটাহার ব্লকে

By

Published : May 5, 2022, 8:57 PM IST

রায়গঞ্জ, 5 মে : গ্রীষ্মকাল শুরু হতেই তীব্র জলকষ্ট শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে । জলস্তর নেমে যাওয়ায় চাষের কাজে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা । শুকিয়ে গিয়েছে কুয়ো, নলকূপ থেকেও জল উঠছে না । এমন পরিস্থিতিতে দু-একটি নলকুপ রয়েছে অবশ্য রয়েছে, কিন্তু তার থেকে জল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের (Water Scarcity in Itahar)।

চাষের জল এবং এলাকায় পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ইঁটাহারের তৃণমূল বিধায়ক মুশারফ হোসেন ৷ তিনি জানিয়েছেন, রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস ভুঁইঞার কাছে বেশকিছু ডিপ টিউবওয়েল দেওয়ার জন্য দরবার করা হয়েছে । পাশাপাশি এনআরইজিএস প্রকল্পের মাধ্যমে পুকুর খননের মাধ্যমে সেই জল দিয়ে চাষাবাদের ব্যাবস্থা করা হচ্ছে ।

তীব্র জলসঙ্কট উত্তর দিনাজপুর জেলার ইঁটাহার ব্লকে, ক্ষুব্ধ গ্রামবাসীরা

রাজ্য সরকার ও তার জলসম্পদ উন্নয়ন দফতরের অদূরদর্শিতা এবং পরিকল্পনার অভাব ৷ এই কারণেই চাষের জলের অভাবে ইটাহার ব্লক খরার কবলে পড়তে চলেছে । এমনটাই অভিযোগ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের ৷

আরও পড়ুন : কুয়ো নলকূপ শুকিয়ে জলকষ্ট, অবৈধ খননকেই দুষছেন তুরতুরীর বাসিন্দারা

ইটাহার ব্লকের ছয়ঘড়া, মারনাই, জয়হাট এই তিনটি গ্রাম পঞ্চায়েতের 200 গ্রামের প্রায় 15 হাজার গ্রামবাসী জলের সমস্যায় ভুগছেন ৷ চাষাবাদ বন্ধ করে দিয়ে বৃষ্টির অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details