রায়গঞ্জ, 5 মে : গ্রীষ্মকাল শুরু হতেই তীব্র জলকষ্ট শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে । জলস্তর নেমে যাওয়ায় চাষের কাজে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা । শুকিয়ে গিয়েছে কুয়ো, নলকূপ থেকেও জল উঠছে না । এমন পরিস্থিতিতে দু-একটি নলকুপ রয়েছে অবশ্য রয়েছে, কিন্তু তার থেকে জল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের (Water Scarcity in Itahar)।
চাষের জল এবং এলাকায় পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ইঁটাহারের তৃণমূল বিধায়ক মুশারফ হোসেন ৷ তিনি জানিয়েছেন, রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস ভুঁইঞার কাছে বেশকিছু ডিপ টিউবওয়েল দেওয়ার জন্য দরবার করা হয়েছে । পাশাপাশি এনআরইজিএস প্রকল্পের মাধ্যমে পুকুর খননের মাধ্যমে সেই জল দিয়ে চাষাবাদের ব্যাবস্থা করা হচ্ছে ।