রায়গঞ্জ, 1 অক্টোবর : দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল 7 বছরের এক নাবালকের ৷ নাম শহিদ সরকার ৷ গতকাল সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ তার মৃত্যু হয় ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের পূর্ব চালুনিয়া গ্রামের ঘটনা ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷
দেওয়াল চাপা পড়ে মৃত্যু নাবালকের - death]
গতকাল বাড়ির পাশে একটি দোকানে চানাচুর কিনতে যায় শহিদ । বাড়ি ফেরার সময় লাগাতার বৃষ্টির কারণে একটি মাটির দেওয়াল হুড়মুড়িয়ে রাস্তার দিকে ভেঙে পড়ে ৷ দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্য হয় শহিদের ৷
শহিদ সরকার
স্থানীয় সূত্রে খবর, গতকাল বাড়ির পাশে একটি দোকানে চানাচুর কিনতে যায় শহিদ । বাড়ি ফেরার সময় লাগাতার বৃষ্টির কারণে ক্ষয়ে যাওয়া একটি মাটির দেওয়াল হুড়মুড়িয়ে রাস্তার দিকে ভেঙে পড়ে ৷ দেওয়ালের নিচে চাপা পড়ে যায় সে । স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।