রায়গঞ্জ, 12 মে : লকডাউনের জেরে রাজস্থান থেকে পায়ে হেঁটে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা ৷ পুরুষ মহিলা শিশুসহ 10 শ্রমিক ফিরলেন করণদিঘি । যদিও তাঁদের গন্তব্য রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লক ৷ প্রায় 10 দিন ধরে টানা পায়ে হেঁটে তারা বাড়ি ফিরছেন । করণদিঘি এলাকায় খানিকটা জিরিয়ে নিয়ে ফের হেমতাবাদ রওনা হলেন শ্রমিকেরা ।
লকডাউন যে সাধারণ মানুষের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে ৷ তা প্রতিদিনই রায়গঞ্জ শহর সংলগ্ন জাতীয় সড়কের উপর দিয়ে বিভিন্ন উপায়ে ঘরে ফেরার চেষ্টা করা শ্রমিকদের দেখলেই বোঝা যায় । প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে প্রচুর শ্রমিককে কখনও পায়ে হেঁটে কখনও সাইকেলে চেপে কখনও ভাড়া করা কোনও গাড়িতে লুকিয়ে-চুরিয়ে বাড়ি ফেরার চেষ্টা করতে দেখা যায় । এভাবেই আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় পায়ে হেঁটে 10 জন শ্রমিক ও শিশুদের আসতে দেখা যায় ।