পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বন্ধ বুনিয়াদপুরের বুথে - buniyadpur

আজ বুনিয়াদপুরের কড়খা প্রাথমিক বিদ্যালয়ের 42/168 বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ । ঘটনাস্থানে কুইক রেসপন্স টিম

ভোট বন্ধ বুনিয়াদপুরের বুথে

By

Published : Apr 23, 2019, 8:19 AM IST

বুনিয়াদপুর, 23 এপ্রিল : বুনিয়াদপুরের কড়খা প্রাথমিক বিদ্যালয়ের 42/168 বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ । ঘটনাস্থানে কুইক রেসপন্স টিম ।

এলাকাবাসীর দাবি, বুথে কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট হবে না। বন্ধ থাকবে ভোটগ্রহণ । বিক্ষোভের পর বুথ কেন্দ্রের বাইরে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা । খবর পেয়ে বংশীহারী থানার IC মনোজিৎ সরকার ঘটনাস্থানে যান । সেসময় তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details