পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরে প্রচারে এগিয়ে তৃণমূল, আশা ফিরবে তারা - ইটাহারের তরুণ তৃণমূল নেতা মুশাররফ

ষষ্ঠ দফায় ভোট উত্তর দিনাজপুরে ৷ নিজেদের কথা বলতে মাঠে নেমেছে সব দলই ৷ তাও মানুষের মন জয়ের চেষ্টায় এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা বলছেন, মিছিল-মিটিং, কর্মিসভায় জমজমাট ঘাস-ফুলের প্রচার ৷

মন জয়ের চেষ্টায় তৃণমূল নেতা
মন জয়ের চেষ্টায় তৃণমূল নেতা

By

Published : Apr 7, 2021, 4:19 PM IST

Updated : Apr 7, 2021, 5:54 PM IST

রায়গঞ্জ, 7 এপ্রিল : ষষ্ঠ দফায় 22 এপ্রিল ভোট উত্তর দিনাজপুরের ন'টি জেলায় ৷ তাই জোর কদমে চলছে প্রচার ৷ তারই মধ্যে অন্য রাজনৈতিক দলগুলির তুলনায় মানুষের মন জয় করতে একটু এগিয়েই তৃণমূল কংগ্রেস ৷

কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে সরাসরি মানুষর সঙ্গে কথা বলছেন ৷ আর একদিকে ইটাহারে পাড়ায়, মহল্লায় ছোট ছোট মিছিল নিয়ে ঘুরছেন, কর্মিসভা করছেন তৃণমূল প্রার্থী মুশারফ হোসেন ৷

কালিয়াগঞ্জের তপন দেবের কথায়, 'কোনও প্রার্থী বহিরাগত নয় ৷ সবাই আসলে এলাকার পরিচিত মানুষকেই ভোট দিতে চাইছেন ৷' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তা মানুষকে জানানোটাই এখন মুখ্য কাজ, জানালেন তিনি ৷ মানুষের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছেন, জানালেন ইটাহারের তরুণ তৃণমূল নেতা মুশারফ৷ তিনি আশাবাদী যে, দিদি রাজ্যেকে এগিয়ে নিয়ে যেতে যা করেছেন, তার জন্যেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে মানুষ ৷ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর উন্নয়নের কাজ চলতে থাকবে ৷

প্রচারে তৃণমূল নেতা তপন দেব সিংহ

আরও পড়ুন

2019-এর লোকসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভায় 55 হাজারের লিড পেয়েছিল বিজেপি ৷ একই বছর কালিয়াগঞ্জ থেকে উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ ৷ লোকসভায় জিতলেও উপনির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকেই জয়ী করেছিল ৷ কালিয়াগঞ্জে পিছিয়ে থাকা বিজেপির 55 হাজার ভোট টপকে 2600 ভোটে জয়ী হয়েছিলেন তিনি।

এবারেও বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জে বিদায়ী বিধায়ক তপন দেব সিংহকেই প্রার্থী করেছেন। নেত্রীর 64টি জনমুখী প্রকল্পের সুবিধা ও উন্নয়নের কথা জানাচ্ছন মানুষকে । 'কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ বহিরাগত বিজেপি প্রার্থীকে চাইছেন না ৷ তাঁরা স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই চাইছেন', বললেন তিনি ৷

উত্তর দিনাজপুরে স্বভাবত মানুষের সঙ্গে যোগাযোগে অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ইটাহারেও সমাজসেবী যুব নেতা মুশারফকে প্রার্থী হিসেবে পেয়ে আনন্দিত বাসিন্দারা। মানুষের ভালবাসা জানান দিচ্ছে এখানেও তৃতীয়বারের জন্য এই তৃণমূল প্রার্থীই বিধায়ক হবেন ৷

রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া বইলেও উত্তর দিনাজপুরে ফিরছে তৃণমূল, মানুষের কাছে পৌঁছে জানাচ্ছেন নেতারা ৷

Last Updated : Apr 7, 2021, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details