কালিয়াগঞ্জ, 10জুন : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ করার অভিযোগ তুলেবিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । কালিয়াগঞ্জ ব্লকের ঘটনা । প্রতিবাদে বন্ধ করে দেওয়াহয় রাস্তা তৈরির কাজও ।
রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভ - কালিয়াগঞ্জ
রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী । এই অভিযোগ তুলে আজ কালিয়াগঞ্জে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা ।
রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরঅভিযোগে বিক্ষোভ
কালিয়াগঞ্জ ব্লকের9নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের আটিয়াগ্রাম থেকে হাট কালিয়াগঞ্জ পর্যন্ত7কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা তৈরিরকাজ চলছে । আজ আটিয়া গ্রামের বাসিন্দারা অভিযোগ তোলে যে,এই রাস্তা তৈরির কাজে নিম্নমানেরসামগ্রী ব্যবহার করা হচ্ছে । তাদের দাবি,সামগ্রী এতটাই নিম্নমানের যে,যে কোনও সময়ে এই রাস্তা ভেঙে যেতেপারে । তাই এর প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা । তারপর রাস্তায়টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা ।
স্থানীয় বাসিন্দা আবদুল রাজ্জাক বলেন, "প্রায়7কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথাথাকলেও এখনও পর্যন্ত500মিটারের কাজ হয়েছে । আর তার মধ্যে প্রচুর নিম্নমানের সামগ্রীব্যবহার করা হচ্ছে । ফলে পরবর্তীকালে রাস্তাটি যে কোনও সময়ে নষ্ট হয়ে যাবে ।"
রাস্তার কাজের খতিয়ান দেখতে চেয়ে দীর্ঘক্ষণ প্রতিবাদ দেখায়গ্রামবাসীরা । পরে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । তারা আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়াহয় ।