রায়গঞ্জ, 21 ডিসেম্বর: এক বা দু'বছর নয়। টানা পাঁচ বছরেও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাননি একটা গোটা সংসদের উপভোক্তারা (Villagers of Raiganj have been Warned of Vote Boycott if they do not get Awas Yojana House)। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের 13 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্রপুর দক্ষিণ সংসদ । পাঁচ বছর আগে আবেদন করেছিলেন কিন্তু পাকা ঘরের স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে । বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যখন জেলায় জেলায় বিভিন্ন অভাব অভিযোগ সামনে আসছে । তখন আর চুপ থাকলেন না ছত্রপুর দক্ষিণ সংসদের বাসিন্দারাও ৷
কারও ঘরের ভগ্ন দশা । কারও আবার কাজ নেই । কিন্তু তবুও সরকারি ঘরের টাকা ঢোকেনি । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকার জানান, বাড়ির পরিস্থিতি ভালো নয় । দীর্ঘদিন আগে ঘরের জন্য আবেদন করেন । তালিকায় নাম থাকলেও ঘরের টাকা পাননি এখনও । সামনেই পঞ্চায়েত ভোট । ঘর না পেলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন তিনি ।
আরও পড়ুন :করণদিঘিতে ফের সক্রিয় স্কলারশিপের টাকা হাতানোর চক্র, জেলাশাসকের দ্বারস্থ স্থানীয়রা