পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana: 5 বছর ধরে আবাস যোজনার ঘর পাননি এলাকার মানুষ, ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (Awas Yojana)বাড়ি পাওয়া নিয়ে রাজ্যজুড়ে যখন দুর্নীতি প্রকাশ্যে ঠিক তখনই পাঁচ বছর ধরে এলাকার কারও বাড়ি না পাওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের 13 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

Etv Bharat
রায়গঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর না পাওয়ার অভিযোগ

By

Published : Dec 21, 2022, 5:22 PM IST

রায়গঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর না পাওয়ার অভিযোগে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

রায়গঞ্জ, 21 ডিসেম্বর: এক বা দু'বছর নয়। টানা পাঁচ বছরেও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাননি একটা গোটা সংসদের উপভোক্তারা (Villagers of Raiganj have been Warned of Vote Boycott if they do not get Awas Yojana House)। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের 13 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্রপুর দক্ষিণ সংসদ । পাঁচ বছর আগে আবেদন করেছিলেন কিন্তু পাকা ঘরের স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে । বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যখন জেলায় জেলায় বিভিন্ন অভাব অভিযোগ সামনে আসছে । তখন আর চুপ থাকলেন না ছত্রপুর দক্ষিণ সংসদের বাসিন্দারাও ৷

কারও ঘরের ভগ্ন দশা । কারও আবার কাজ নেই । কিন্তু তবুও সরকারি ঘরের টাকা ঢোকেনি । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকার জানান, বাড়ির পরিস্থিতি ভালো নয় । দীর্ঘদিন আগে ঘরের জন্য আবেদন করেন । তালিকায় নাম থাকলেও ঘরের টাকা পাননি এখনও । সামনেই পঞ্চায়েত ভোট । ঘর না পেলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন তিনি ।

আরও পড়ুন :করণদিঘিতে ফের সক্রিয় স্কলারশিপের টাকা হাতানোর চক্র, জেলাশাসকের দ্বারস্থ স্থানীয়রা

অপর এক বাসিন্দার কথায়, কর্মক্ষমতা হারিয়ে তিন বছর থেকে বাড়িতে বসে রয়েছেন । ঘর বাড়ি ভেঙে গিয়েছে । কিন্তু তবুও সহায়তা পাননি । ঘরের জন্য আবেদন করেও ব্যর্থ হয়েছেন ।

তবে ঘটনার কথা স্বীকার করেছেন পঞ্চায়েতের ওই সংসদের সদস্য সুজিতা বর্মন । তিনি বলেন,"পাঁচ বছর আগে 250 জনের নামের তালিকা পাঠিয়েছিলাম । যার মধ্যে 111 জনের নাম বরাদ্দও হয় । কিন্তু সেখানেই ফুলস্টপ । এখনও সার্ভে পর্যন্ত হয়নি । বার বার প্রধান বা প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি ।"

13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস বলেন,"তালিকায় নাম না থাকায় আমি অবাক হয়েছিলাম । এই বিষয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি । দ্রুত তাঁরা ঘর পেয়ে যাবে ৷"

আরও পড়ুন :সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েবের ঘটনায় কেন্দ্রের গাফিলতি, অভিযোগ গোলাম রব্বানির

ABOUT THE AUTHOR

...view details