রায়গঞ্জ, 7 ডিসেম্বর:চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প ৷ যার ফলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল-সহ রেশনের বিভিন্ন সামগ্রী ৷ সেই জিনিস পাওয়া মাত্রই ফড়েদের কাছে চড়া দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে(Villagers of Raiganj are Selling Ration Items because the Quality of Product is Poor)৷ তবে এই বিষয়ে তাঁদের জিজ্ঞাসা করতেই উত্তর এল, যা সামগ্রী দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের ৷ খাবারের অনুপযোগী ৷ তাই বিক্রি করতে বাধ্য ৷ ভালো, খাবারের উপযোগী জিনিস দেওয়া হলেই তা বিক্রি করব না আর ৷ ছবিটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শিল্পীনগর এলাকায় ৷
যার কাছে রেশনের সামগ্রী বিক্রি করেন গ্রামের বাসিন্দারা, সেই ফড়ের বাড়িতে গিয়ে দেখা গেল বস্তা বস্তা মজুত রয়েছে রেশনের চাল ও প্য়াকেটজাত আটা ৷ ক্যামেরা দেখেই তা বন্ধ করার জন্য অনুরোধ করলেন ফড়ে বিভাস চাকী ৷ এই বিষয়ে তাঁর বক্তব্য, নিম্নমানের চাল হওয়ায় তা কেউ খেতে পারেন না ৷ বাড়িতে ফার্ম থাকায় একটু বেশি টাকা দিয়ে সেই সব জিনিস কিনে গবাদি পশুকে খাওয়ান তিনি ৷
আরও পড়ুন :টুইটে গ্রাহকের দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড রেশন ডিলার
দুয়ারে রেশন প্রকল্পে বিনা পয়সায় চাল, আটা-সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয় গ্রাহকদের । আর সেখানেই বাড়তি পয়সার লোভ দেখিয়ে থাবা বসাচ্ছে ফড়েরা । অভিযোগ, গ্রাহকরা রেশন সামগ্রী নেওয়ার পর তাদের কাছ থেকে বেশি টাকা দিয়ে তা কিনছেন ফড়েরা । এরপর তা নিয়ে গিয়ে বিভিন্ন মিলগুলিতে সরবরাহ করছে । সেখান থেকে ওই সব জিনিস রিফাইন্ড হয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে ভরে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে । সেই সব জিনিসই কিনছেন সাধারণ মানুষ । এভাবেই চক্রাকারে রেশনের জিনিস নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ ।
রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে রেশন দোকান কিংবা দুয়ারে রেশনের ক্যাম্প সংলগ্ন স্থানে ঘাপটি মেরে বসে থাকছেন এই ফড়েরা । তারপর গ্রাহকরা রেশন দ্রব্য নিয়ে বেরোতেই তাদের কিছু টাকা দিয়ে তা কিনে নেওয়া হচ্ছে বলে জানান গ্রাহক ও রেশন কর্মীরা ।
রেশনের সামগ্রী ফড়ের কাছে বিক্রির অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে রেশনকর্মীদের বক্তব্য, চোখের সামনে অন্যায়ভাবে রেশনের জিনিস বিক্রি করে দেওয়া হচ্ছে দেখেও কিছু করার নেই ৷ আমরা তো কেবল রেশন দেওয়ার কাজ করি ৷ রেশন নিয়ে গ্রাহক কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ৷ যদিও বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দিয়েছেন শিল্পীনগর এলাকার তৃণমূলের কো-অর্ডিনেটর অর্ণব মণ্ডল ।
আরও পড়ুন :লক্ষ্যমাত্রা পূরণে ফোর্টিফায়েড চাল বিতরণ শুরু রেশন দোকানগুলিতে