পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের প্রাথমিক পরীক্ষা করা যাবে না, স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ - Corona virus fear

রায়গঞ্জের মহারাজ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য় পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছিল । এরই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ।

রায়গঞ্জ
রায়গঞ্জ

By

Published : May 10, 2020, 4:46 PM IST

রায়গঞ্জ, 10 মে: ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না । এই দাবিতে রায়গঞ্জের মহারাজ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ করে ও পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা ।

রায়গঞ্জের মহারাজ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । তাই আজ স্বাস্থ্যকেন্দ্রের গেটে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । তাঁদের দাবি, ওই স্বাস্থ্যকেন্দ্রে কোরোনা সংক্রান্ত কোনও টেস্ট করা যাবে না । যে কারণে আজ দিল্লি থেকে আসা 45 জন শ্রমিক পরীক্ষা করতে এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় ।

গ্রামবাসীদের অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে কোরোনা পরীক্ষার কোনও ব্যবস্থাই নেই । তা সত্ত্বেও এখানে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের পাঠানো হচ্ছে । নিত্যানন্দ সরকার নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, "প্রতিদিন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা এই স্বাস্থ্যকেন্দ্রে আসায় আমরা আতঙ্কের মধ্যে আছি । এখানে কোরোনা পরীক্ষার কোনওরকম ব্যবস্থা নেই । আমরা সুরক্ষিতভাবে থাকতে চাই বলে স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ করে দিয়েছি । এখানে কোরোনা সংক্রান্ত কোনও পরীক্ষা করা যাবে না ।" ভিন রাজ্য থেকে ফেরা লাল মহম্মদ বলেন, "আমরা দিল্লি থেকে ফিরে পরীক্ষা করাতে এসেছিলাম । কিন্তু গ্রামের বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে দিল না ।"

এই বিষয়ে রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল সরকার বলেন, "এখানে কোরোনা পরীক্ষার কোনও ব্যবস্থা নেই । শুধু থার্মাল স্ক্রিনিং করা হয় । আর কিছু করা হয় না । এখানে না এনে যেখানে কোরোনায় আক্রান্তদের রাখা হয়েছে সেখানে পরীক্ষা করা হোক ।" রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক আলতাস আলি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details