রায়গঞ্জ, 18 সেপ্টেম্বর : কিডনির সমস্যায় জর্জরিত এক যুবকের দিকে সাহায্যের হাত বাড়ালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার । রায়গঞ্জ শহরের বাসিন্দা শুভঙ্কর রায় গত তিন মাস ধরে কিডনির সমস্যায় ভুগছেন । আর এবার তাঁর বাবা প্রভাস রায়ের হাতে 50 হাজার টাকার চেক তুলে দিলেন অরিন্দমবাবু । আগামীতেও চিকিৎসা সংক্রান্ত যেকোনও প্রয়োজনে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি ।
রায়গঞ্জের খলসি এলাকার বাসিন্দা শুভঙ্কর পেশায় গ্রিলের দোকানের কারিগর । গত তিনমাস আগে জানতে পারেন তাঁর দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে । সংসারের একমাত্র রোজগেরে শুভঙ্করের এই সমস্যা হওয়ায় রীতিমতো বেহাল অবস্থা দাঁড়ায় পরিবারের বাকি সদস্যদের । তাঁর সাত বছরের শিশু, স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মা রয়েছে । তাদের সকলের দায়িত্ব ছিল শুভঙ্করের উপর । তবে, তাঁর দুটো কিডনি বিকল হয়ে যাওয়ায় কোনও কাজ করতে পারছিলেন না তিনি । সংসার চালানো তো দূরের কথা সপ্তাহে দু'বার ডায়ালাসিস করতে কালঘাম ছুটছিল তাঁর । এই খবর ETV ভারতে প্রকাশিত হয়েছিল । এরপর একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ।