পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লি থেকে কালিয়াগঞ্জে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত 2 ,আহত 1 - কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জ থানার বাসিন্দা সনারুল ইসলাম ও আনারুল আলি ৷ 6 মাস আগে দিল্লির গোড়গ্রামে কাজ করতে গিয়েছিলেন।কিশোরী আফরুজা খাতুন দিল্লির কুটিবাড়ি এলাকায় পরিচারিকার কাজ করত । লকডাউনের জেরে বর্তমানে এঁরা কর্মহীন হয়ে পড়েন ৷

raigunj
রায়গঞ্জ

By

Published : May 1, 2020, 12:20 PM IST

রায়গঞ্জ, 1 মে : বাইকে করে দিল্লি থেকে কালিয়াগঞ্জে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরী এবং এক যুবকের ৷ এছাড়াও এই পথ দুর্ঘটনায় আহত হলেন আরও একজন যুবক । মৃতদের নাম সনারুল ইসলাম ( 25) ও আফরুজা খাতুন ( 15)। আহত ওই যুবকের নাম আনারুল আলি। এদের তিনজনের বাড়ি কালিয়াগঞ্জ থানার মালগ্রামে। আনারুল আলির মতিলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

কালিয়াগঞ্জ থানার বাসিন্দা সনারুল ইসলাম ও আনারুল আলি ৷ এরা দুজনে 6 মাস আগে দিল্লির গোড়গ্রামে কাজ করতে গিয়েছিলেন। আফরুজা খাতুন দিল্লির কুটিবাড়ি এলাকায় পরিচারিকার কাজ করত । সনারুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি ও আনারুল আলি পেশায় শ্রমিক।

দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরে বর্তমানে এঁরা কর্মহীন। আটকে পড়েন ভিন রাজ্যে ৷ সনারুল ইসলাম ও আনারুল আলি আফরুজা খাতুনকে নিয়ে মোটর বাইকে দিল্লি থেকে রওনা দেয় এপ্রিল মাসের 26 তারিখে। 28 তারিখে এলাহাবাদে তাঁদের মোটর বাইকের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানে মৃত্যু হয় সনারুল ও আফরুজার। গুরুতর আহত অবস্থায় আনারুলকে মতিলাল নেহরু মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওখানেই চিকিৎসাধীন তিনি। মৃতদেহ দুটি ময়না তদন্তের পরে দিল্লি থেকে কালিয়াগঞ্জে পাঠানো হয়েছে ৷ সম্ভবত আজকেই গাড়িটি কালিয়াগঞ্জে পৌঁছাতে পারে।

ABOUT THE AUTHOR

...view details