পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে মানুষের মনোবল বাড়াতে রাস্তায় নামল চতুর্থ আরক্ষা বাহিনী - লকডাউন

রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকা থেকে শুরু করে শহরের কেন্দ্রবিন্দুতে বিভিন্ন জায়গায় "আমরা করব জয়" গানের সুরে মনোবল জোগায় তারা ।

ছবি
ছবি

By

Published : Apr 12, 2020, 10:44 AM IST

রায়গঞ্জ, 12 এপ্রিল : লকডাউনে গৃহবন্দী মানুষের মনোবল বাড়াতে রায়গঞ্জের বিভিন্ন রাস্তায় নামল চতুর্থ আরক্ষা বাহিনীর ব্যান্ড । রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের কেন্দ্রবিন্দুগুলিতে "আমরা করব জয়" গানের সুরে মনোবল জোগাল তারা । শহরের কসবা মোড় এলাকা থেকে গতকাল বিকেলে এই বাহিনীর ব্যান্ড বের হয়। বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাগমে এক অদ্ভূত সুরের সৃষ্টি হয়েছিল । পুলিশের এই কাজে অত্যন্ত খুশি রায়গঞ্জের মানুষ ।

রাজ্যজুড়ে় লকডাউনে গৃহবন্দী মানুষের মনোবল বাড়ানোর পাশাপাশি মনোরঞ্জনের জন্য পুলিশকে রীতিমতো গান করে এলাকায় এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। তবে উত্তর দিনাজপুর জেলায় পুলিশের অন্যান্য নানা মানবিক কাজ দেখা গেলেও, এতদিন পর্যন্ত এই ধরনের কোনও পদক্ষেপ দেখা যাচ্ছিল না ।

গতকাল বিকেল থেকেই রায়গঞ্জের বিভিন্ন এলাকায় চতুর্থ আরক্ষা বাহিনীর ব্যান্ড পথে নামে নিজস্ব পোশাক পরে । নীল সাদা উর্দি, মাথায় টুপি পরে নানান বাদ্যযন্ত্র নিয়ে "আমরা করব জয়" থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন গানের তালে তাল মেলায় তারা । বাড়ির ছাদ ,ব্যালকনি, বাড়ি গেটের সামনে থেকে দাঁড়িয়ে রায়গঞ্জের মানুষ আরক্ষা বাহিনীর এই পদক্ষেপে শামিল হন ।

ABOUT THE AUTHOR

...view details