রায়গঞ্জ, 9 নভেম্বর : জেলায় BJP এবার এক নতুন উদ্যোগ নিল ৷ কৃষকদের সাহায্যের জন্য তারা গোটা জেলাজুড়ে নতুন বার্তা দিল ৷
"কোনও কাজই ছোটো নয়", ধান কাটতে মাঠে BJP জেলা সভাপতি - উত্তর দিনাজপুর
শ্রমিকের অভাবে মাঠের ধান মাঠেই পড়ে রয়েছে ৷ তাই নিজে হাতেই ধান কেটে সাবাইকে কৃষকদের সাহায্যের বার্তা দিলেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ৷
উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "কোনও কাজই ছোটো নয়, কৃষক হল আমাদের অন্নদাতা ।" শ্রমিকের অভাবে তাঁদের ধান মাঠেই পড়ে রয়েছে । তাই নিজেই হাতে কাস্তে নিয়ে জমিতে ধান কাটলেন ৷
রায়গঞ্জের তাহেরপুর গ্রামে এক মহিলা কৃষকের ১০ বিঘা জমির ধান কাটা শুরু দিয়ে উত্তর দিনাজপুর জেলায় কৃষকদের মাঠের ধান ঘরে তোলার উদ্যোগ নিল জেলা BJP । লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য জমির ধান কেটে কর্মীদের নির্বাচনী কাজে যুক্ত করা । BJP-র এই উদ্যোগে খুশি জেলার কৃষকেরাও । উত্তর দিনাজপুর জেলার গ্রামগঞ্জের বেশিরভাগ যুবক ও শ্রমজীবী মানুষ পেটের তাগিদে রুজি রুটির টানে পাড়ি দিয়েছেন ভিনরাজ্য শ্রমিকের কাজে । এদিকে গ্রামে কৃষকের জমির ফসল ধান পেকে রয়েছে । শ্রমিকের অভাবে ধান কেটে ঘরে তোলার শ্রমিক মিলছে না । এরপরই কৃষকদের এই সমস্যা সমাধানে এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলা BJP ।