পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে গেরুয়া মাস্ক বিতরণ BJP মহিলা মোর্চার

রায়গঞ্জে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করলেন BJP মহিলা মোর্চার নেতাকর্মীরা ৷ দিলেন কোরোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতার বার্তা ৷

raigunj
রায়গঞ্জে মাস্ক বিতরণ BJP মহিলা মোর্চার নেতাকর্মীদের

By

Published : Jun 13, 2020, 7:53 AM IST

রায়গঞ্জ, 13 জুন : রায়গঞ্জ শহরের BJP মহিলা মোর্চার তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হল গেরুয়া রঙের মাস্ক । প্রায় 250টি মাস্ক সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন তাঁরা ।

গতকাল বিকেলে রায়গঞ্জের মোহনবাটি এলাকা থেকে শুরু করে শহরের ব্যস্ততম এলাকাগুলিতে মহিলা মোর্চার তরফ থেকে এই মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল । শহরজুড়ে করা এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে BJP মহিলা মোর্চা সদস্যরা বার্তা দেন । তাঁদের দাবি এই মাক্স বিতরণ কর্মসূচির মাধ্যমে কোনওভাবেই কোনও রাজনৈতিক প্রচার করা হয়নি । বরং মানুষের মধ্যে কোরোনা ভাইরাস সচেতনতা প্রচার করাই মূল লক্ষ্য হিসেবে নিয়েছিলেন BJP মহিলা মোর্চা কর্মীরা । পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যেভাবে মানুষকে সচেতন থেকেই ভাইরাস মোকাবিলায় লড়াই করতে বলেছেন সে সম্পর্কেও প্রচার করা হয়েছে ।

BJP মহিলা মোর্চার নেতা-কর্মীদের মাস্ক বিতরণ কর্মসূচি

BJP-র মহিলা মোর্চার তরফে অর্পিতা মিত্র বলেন, "আমরা আজকে রায়গঞ্জ মোহনবাটি এলাকায় মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেছি । এর পাশাপাশি মানুষের মধ্যে কোরোনা ভাইরাস থেকে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করেছি । এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না । শুধুমাত্র মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যক্ত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল ।"

ABOUT THE AUTHOR

...view details