পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইটাহারে নিখোঁজ যুবতির পচাগলা দেহ উদ্ধার - Raiganj

যুবতির পচাগলা দেহ উদ্ধার হল ইটাহার থানার পতিরাজপুরে । খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ।

Itahar
ইটাহার

By

Published : Apr 22, 2020, 11:59 PM IST

রায়গঞ্জ, 22 এপ্রিল : সাতদিন ধরে নিখোঁজ এক যুবতির পচাগলা দেহ উদ্ধার হল ৷ মৃতার নাম শিখা মণ্ডল । ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর এলাকার ঘটনা ৷

ওই যুবতির বাড়ি ইটাহারের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের শলাই পার্বতীপুর এলাকায় । আজ শ্রীধরপুর এলাকার একটি পুকুরের ধারের জঙ্গল থেকে দুর্গন্ধ বের হতে থাকে । তাতে সন্দেহ হয় এলাকার কয়েকজনের । এরপর তাঁরা জঙ্গলে ঢুকে একটি গাছের ডালে ওই যুবতির দেহ ঝুলতে দেখেন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে । খবর পেয়ে পুলিশ পচাগলা দেহটি উদ্ধার করে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, একসপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই যুবতি। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল । পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তাঁকে না পেয়ে ইটাহার থানায় অভিযোগ জানান । আজ বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই জঙ্গল থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয় । এক সপ্তাহ আগে ওই যুবতির মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে । মৃতার বাবা পেশায় চাষি বাবলু মণ্ডল ঘটনার তদন্ত দাবি করেছেন।

তবে ওই ছাত্রীকে কেউ খুন করেছে না তিনি আত্মহত্যা করেছেন তা পুলিশের কাছে স্পষ্ট নয় । ঘটনাস্থান থেকে মৃতার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন , মৃতার পরিবারের তরফে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details