পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলছে অনলাইন পড়াশোনা, লকডাউন শিথিল হতেই ভিড় রায়গঞ্জের মোবাইল দোকানে - lockdown update Raiganj

অনলাইন পড়াশোনার জন্য বাড়ছে স্মার্টফোনের চাহিদা । ভিড় উপছে পড়েছে রায়গঞ্জের স্মার্টফোনের দোকানগুলিতে ।

raiganj
raiganj

By

Published : Jun 7, 2020, 6:40 PM IST

রায়গঞ্জ, 7জুন : লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে অনলাইনেই চলছে পড়াশোনা । অত্যাবশকীয় হয়ে পড়ছে স্মার্ট মোবাইল ফোন । আর ডিজ়িটালি পড়াশোনার জন্য বিক্রি বেড়েছে স্মার্টফোনের । লকডাউন আংশিকভাবে শিথিল হতেই মোবাইলের দোকানগুলিতে স্মার্টফোন কেনার জন্য ভিড় বাড়ছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদেরও ।

স্কুল কলেজ বন্ধ । বন্ধ কোচিং ক্লাস বা প্রাইভেট টিউশনও । বিভিন্ন বিষয়ের শিক্ষক এখন ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াচ্ছেন । ফলত, মোবাইল ফোন ব্যবহার করতে পড়ুয়ারা বাধ্য হচ্ছেন । ফলে ধনী থেকে গরিব সব শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনা চালু রাখার জন্য স্মার্টফোন কিনতে হচ্ছে । মোবাইল ফোনের বিক্রি বেড়েছে রায়গঞ্জসহ উত্তর দিনাজপুরের অন্যান্য জায়গায়ও ।


জানুয়ারি মাস থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে । এই সময়ে দুটি সেমেস্টার হয়ে যাওয়ার কথা । কিন্তু তা সম্ভব হয়নি । কারণ লকডাউনে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান । কিন্তু ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম সম্পূর্ণ করতেই হবে । চালিয়ে যেতে হবে পড়াশোনাও । তাই প্রাইভেট টিউশনের শিক্ষক অনলাইনে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন ।

এইবার তাই স্মার্টফোন কিনতে ভিড় বাড়ছে মোবাইলের দোকানগুলিতে । ছাত্র ছাত্রী ও তাঁদের অভিভাবকরা এই বিষয়ে বলেন, মোবাইল ফোন ছাড়া অনলাইনে পড়াশোনা সম্ভব নয় । প্রায় সকল ছাত্র-ছাত্রীকেই এখন স্মার্ট ফোন ব্যবহার করতে হচ্ছে । অনলাইনে পড়াশোনা চালু হওয়ায় মোবাইল ফোনের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে তা জানিয়েছেন রায়গঞ্জের মোবাইল বিক্রেতারাও ।

ABOUT THE AUTHOR

...view details