রায়গঞ্জ, 3জুন : জুনের1তারিখ থেকেই ধর্মীয় স্থান খোলারসরকারি নির্দেশ ছিল । নির্দেশ পেয়েও খুলছে না উত্তর দিনাজপুরের অন্যতমকালিয়াগঞ্জের বয়রা কালী মন্দির ।8জুন মন্দির কমিটির বৈঠকের পর তাঁরামন্দির খোলার সিদ্ধান্ত নেবেন বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।
সরকারি নির্দেশিকার পরেও এখনই খুলছে না বয়রা কালী মন্দির - corona related news
রাজ্য সরকার 1 জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয় । কিন্তু ভক্তদের কথা মাথায় রেখেই এখনই মন্দির খুলবে না মন্দির কর্তৃপক্ষ ।
উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালি মন্দিরটি জেলার অন্যতম কালী মন্দির । এইমন্দিরে অন্যান্য জেলা থেকেও প্রচুর ভক্ত আসতেন । প্রতিদিন এই মন্দিরে হাজার হাজারভক্ত পুজো দিতেন । কিন্তু এখন সবই বন্ধ হয়ে আছে । কারণ লকডাউন শুরু হওয়ার সঙ্গেসঙ্গেই জেলার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় । বাদ পরেনি কালিয়াগঞ্জেরবয়েরা কালী মন্দিরটিও ।
রাজ্যসরকার1জুন থেকেরাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয় । কিন্তু ভক্তদের কথা মাথায়রেখেই এখনই মন্দির খুলছে না মন্দির কর্তৃপক্ষ । বয়রা কালি মন্দিরের যুগ্ম সম্পাদকবিদ্যুৎবিকাশ ভদ্র বলেন, “8জুনমন্দির কমিটি মন্দির খোলা নিয়ে একটি বৈঠক করবে । সতর্কতার জন্য বিশেষ কিছু পদক্ষেপকরা হবে । মন্দিরে ঢোকার পথে স্যানিটাইজ়ারের ব্যবস্থা করা হবে । পাশাপাশি থার্মালগান দিয়ে ভক্তদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে মন্দিরে প্রবেশ করানো হবে । এই সববিষয়ে বৈঠকে আলোচনার পরই মন্দির খোলা হবে ।”