রায়গঞ্জ, 24 এপ্রিল : করোনায় আক্রান্ত রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী । শনিবার তিনি টুইটারে নিজেই একথা জানালেন । জানা গিয়েছে, সাংসদ দেবশ্রী চৌধুরীর হালকা উপসর্গ রয়েছে । চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধও খাচ্ছেন তিনি ।
ষষ্ঠ দফার নির্বাচনে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচারের পাশাপাশি রোড শো এবং একের পর এক দলীয় জনসভায় অংশ গ্রহণ করেছিলেন । অমিত শাহ, জে পি নাড্ডা, মিঠুন চক্রবর্তীর রোড শো'তেও দেখা গিয়েছিল রায়গঞ্জে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে ।
আরও পড়ুন : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
এদিন টুইটারে মন্ত্রী দেবশ্রী চৌধুরী আবেদন করেছেন, বিগত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা সকলেই যত দ্রুত সম্ভব যেন করোনা পরীক্ষা করিয়ে নেন । রায়গঞ্জে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর করোনা হওয়ায় রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, দিদির দ্রুত আরোগ্য কামনা করছি । দিদি যেন তারাতাড়ি সুস্থ হয়ে আসেন, এটাই রায়গঞ্জবাসী কামনা করে । পাশাপাশি কৃষ্ণবাবু রায়গঞ্জবাসীদের মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেন ।