রায়গঞ্জ, 15 ডিসেম্বর : CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ৷ আজ দুপুর থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমোহনা এলাকা ৷ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে একাধিক সরকারি বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । এলাকায় মিছিল করে ৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করা হয় ।
ঘটনার জেরে আতঙ্কিত বাসযাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়েন । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ এলাকায় মাইকিং করে উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করা হয় ।