পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোটা অঙ্কের টাকা ও মাদক সহ দুই পাচারকারী গ্রেপ্তার - মাদক সহ গ্রেপ্তার পাচারকারী

উত্তর দিনাজপুরে 14 লাখ টাকা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল করণদিঘী থানার পুলিশ ৷ ধৃতদের আজও আদালতে তোলা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jan 5, 2021, 5:21 PM IST

রায়গঞ্জ, 5 জানুয়ারি : পুলিশের বড়সড় সাফল্য উত্তর দিনাজপুরে । 14 লাখ টাকা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল করণদিঘী থানার পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে 100 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাফ সিরাপ ও নগদ 14 লাখ 43 হাজার 870 টাকা উদ্ধার করা হয়েছে । আটক করা হয়েছে একটি প্রাইভেট গাড়িও ।

ঘটনাস্থান করণদিঘী থানার টুঙিদীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার । আজ ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে । তাদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন করেছে করণদিঘী থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, করণদিঘী থানার পুলিশ টুঙিদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট গাড়ি আটকায়। গাড়ি থেকে দু'জন মাদক পাচারকারী ও ফেন্সিডিল কাফ সিরাপ ও প্রচুর নগদ টাকা উদ্ধার করে পুলিশ । গাড়িতে একজন মহিলা থাকলেও সে মহিলা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতরা হল রবিউল ইসলাম ও মোবারক শেখ। রবিউলের বাড়ি করণদিঘী থানার কামারতোর এলাকায় এবং মোবারক শেখের বাড়ি মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। অভিযোগ দীর্ঘদিন ধরে এই দুজন পাচারকারী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহের কাজে যুক্ত ছিল।

ABOUT THE AUTHOR

...view details