রায়গঞ্জ, 14 সেপ্টেম্বর : বাজ পড়ে মৃত্যু হল এক পুরুষ ও এক মহিলার । উত্তর দিনাজপুরের ইটাহার ও কালিয়াগঞ্জের ঘটনা । মৃতদের নাম উজ্জ্বল দাস (45) ও ঝরনা বর্মণ (38) । উভয়ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ইটাহার ও কালিয়াগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ দুটি উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
চাষের সময় হঠাৎ পড়ল বাজ, মৃত 2 - কালিয়াগঞ্জ
উত্তর দিনাজপুরের ইটাহার ও কালিয়াগঞ্জে বাজ পড়ে মৃত্যু হল এক পুরুষ ও এক মহিলার ।
বাজ
আজ দুপুরে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় । সেইসময় ইটাহার ও কালিয়াগঞ্জে চাষের কাজ করছিলেন উজ্জ্বল ও ঝরনা । বজ্রপাত হতেই তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ।