সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের বাসিন্দা দুই ভাই রায়গঞ্জ, 4 অক্টোবর :হড়পা বান ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ৷ ভেঙেছে বাড়ি, রাস্তা, ভেসে গিয়েছে বহু গাড়ি ৷ 23 জন জওয়ানের নিখোঁজ হওয়ার খবরও মিলেছে ৷ এমতাবস্থায় এবার এরাজ্যের দুই যুবক-সহ 3 জন সিকিমে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ খোঁজ মিলছে না স্বর্ণদ্বীপ মজুমদার ও শ্রীকান্ত মজুমদার নামে দুই ভাইয়ের ৷ রায়গঞ্জ থেকে বাইকে চেপে কয়েকদিন আগে তাঁরা সিকিম রওনা হন ৷ তাঁদের বাড়ি রায়গঞ্জের উকিল পাড়া ও সেবকপল্লীতে । নিখোঁজ অপর যুবকের নাম ঈশান, তিনিও স্বর্ণদ্বীপ ও শ্রীকান্তের সঙ্গে সিকিম রওনা হয়েছিলেন ৷ তাঁর বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে ৷
এই তিন যুবকের সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না ৷ ফলে উৎকণ্ঠায় তাঁদের পরিবার।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় স্বর্ণদ্বীপ ও শ্রীকান্তের। বুধবার সকাল থেকে আর তাঁদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা ৷ ইতিমধ্যেই সিকিমের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কথা জানা গিয়েছে ৷ তাই, আশঙ্কায় রয়েছেন নিখোঁজদের পরিবার ৷ ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দারস্থ হয়েছে 2 যুবকের পরিবারের লোকজন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, 30 সেপ্টেম্বর স্বর্ণদ্বীপ মজুমদার তাঁর খুড়তুতো দাদা শ্রীকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা ঈশান নামে এক যুবকের সঙ্গে সিকিমের গুরুদঙমার লেকের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেয় । মঙ্গলবার রাতে তাঁরা সিকিমের লাচেনে একটি হোটেলে রাত্রিযাপন করেন । বুধবার ভোরে তাঁদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দেওয়ার কথা ছিল ৷
আরও পড়ুন: সিকিমে আটকে রাজ্যের 2000 পর্যটক, উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন
কিন্তু বুধবার সকাল থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকেরা । এরইমাঝে সিকিমের ভয়াবহ দুর্যোগের খবর জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকজন ৷ উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের । পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে । পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বর্ণদ্বীপ মজুমদার ও তাঁর রাঁচির বন্ধু কলকাতায় আইটি সেক্টরে কর্মরত । শ্রীকান্ত মজুমদার কলকাতায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন । গতবছরেও তাঁরা বাইক নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন । সব মিলিয়ে কতক্ষণে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে সেই আশায় এখন দিন গুনছেন তাঁদের পরিবারের সদস্যরা ।