পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tundra Bean Goose in North Dinajpur: বঙ্গভূমে হাজির সাইবেরিয়ার পরিযায়ী ! খুশি পানিশালা - রায়গঞ্জ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এল নতুন অতিথি ! পানিশালার দীপ রাজার দিঘিতে দেখা মিলল তুন্দ্রা বিন গুজের (Tundra Bean Goose In Raiganj) ৷

Tundra Bean Goose sighted in Panisala of North Dinajpur
অতিথি

By

Published : Feb 13, 2023, 8:06 PM IST

রায়গঞ্জে এল নতুন অতিথি

রায়গঞ্জ, 13 ফেব্রুয়ারি: শীত শেষ হব হব করছে ৷ এমন সময় হঠাৎই রায়গঞ্জে ভিড় জমাচ্ছেন পক্ষীপ্রেমী আর ছবিশিকারিরা ৷ তবে, তাঁদের কারও গন্তব্য কুলিক পাখিরালয় নয় ৷ তাঁরা সকলেই আসছেন পানিশালার উদ্দেশে ৷ ঘণ্টার পর ঘণ্টা ক্য়ামেরা হাতে বসে থাকছেন দীপ রাজার দিঘির পাড়ে ৷ সৌজন্য ভিনদেশি এক অতিথি ৷ নাম, তুন্দ্রা বিন গুজ (Tundra Bean Goose In Raiganj) ৷

তথ্য বলছে, পরিযায়ী এই পাখি আদতে আদতে উত্তর সাইবেরিয়ার বাসিন্দা ৷ এবার উড়ে এসেছেন আমাদের বাংলায় ৷ বঙ্গভূমে এই ভিনদেশির আনাগোনা নেহাতই হাতে গোনা ৷ এর আগে মাত্র একবার কি দুবার আমাদের রাজ্যে দেখা মিলেছিল তার ৷ এ নিয়ে মতভেদ রয়েছে পক্ষীপ্রেমীদের মধ্যে ৷ তবে, এর আগেও উত্তরবঙ্গেই দেখা মিলেছিল তুন্দ্রা বিন গুজের ৷ সেই জায়গা ছিল গজলডোবা ৷ যেখানে প্রতি শীতেই ভিড় করে পাখির ঝাঁক ৷

আরও পড়ুন:ইটিভি ভারতের খবরের জের, কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতু পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক

তুন্দ্রা বিন গুজের শরীর কালচে ৷ ঠোঁটও কালো ৷ ঠোঁটের মাঝের অংশে রয়েছে হলুদ দাগ ৷ সাধারণত, জলজ উদ্ভিদই এদের খাদ্য ৷ তবে, এরা ভারতে উড়ে আসে না বড় একটা ৷ তাহলে এবার কি কোনও অঘটন ঘটল ? পক্ষীপ্রেমীরা তেমনটা মনে করছেন না ৷ তাঁদের অনুমান, দূর দেশে পাড়ি দেওয়ার সময় অন্য কোনও পাখির ঝাঁকের সঙ্গে মিশে গিয়েছিল হংস প্রজাতির এই পাখি ৷ সেই অন্যদের দলের ভিড়েই বঙ্গভূমে আগমন ঘটেছে তাদের ৷

তবে, কারণ যাই হোক, তা নিয়ে মাথা ঘামাতে চান না এলাকার বাসিন্দারা ৷ নতুন পরিযায়ীর দেখা পেয়েই তাঁরা খুশি ৷ বাসিন্দাদের আবেদন, কুলিকের মতোই পানিশালার এই দীপ রাজার দিঘি ঘিরেও গড়ে তোলা হোক একটি পাখিরালয় ৷ পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে উঠলে তাতে পক্ষীকুল যেমন বাঁচবে, তেমনই স্থানীয়দের কর্মসংস্থানেরও নতুন উপায় হবে ৷ তবে, প্রাথমিকভাবে একটি ওয়াচ টাওয়ার এবং কয়েকটি শৌচালয় তৈরি করে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা ৷ তা না হলে পাখি দেখার ভিড় বাড়ায় এলাকা নোংরা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

অন্যদিকে, নড়চড়ে বসেছে বন দফতরও ৷ তাদের কর্মী ও আধিকারিকরা ইতিমধ্য়েই দীপ রাজার দিঘিতে পৌঁছে গিয়েছেন ৷ কৌতুহলীদের ভিড়ে যাতে পরিযায়ীদের কোনও সমস্যা না হয়, সেদিকে সতর্ক নজর রাখছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details