রায়গঞ্জ, 20 অগাস্ট : রায়গঞ্জ পুলিশ জেলার সুপারের নাম করে ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ সাইবার প্রতারকদের বিরুদ্ধে ৷ রায়গঞ্জের ঘটনা ৷ ইতিমধ্যেই রায়গঞ্জ সাইবার থানায় দায়ের করা হয়েছে অভিযোগ ৷ বিষয়টি সামনে আসতেই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন পুলিশ সুপার সুমিত কুমার ৷ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷
রায়গঞ্জ পুলিশ জেলার সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট, টাকা আদায়ের চেষ্টা - fake account in the name of police super
পুলিশ সুপারের অসুস্থতার সুযোগ নিয়ে টাকা তোলার চেষ্টা সাইবার প্রতারকদের ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
আজ সুমিত কুমার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ৷ সেখানে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তখনই তাঁর ছবি দিয়ে সোশাল মিডিয়ায় একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয় ৷ এবং কেউ বা কারা ভুল বার্তা ছড়িয়ে টাকার জন্য আবেদন করে ৷ ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় পুলিশ সুপার সুমিত কুমার অসুস্থ রয়েছেন ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেই কারণে প্রচুর টাকার প্রয়োজন । সেই সঙ্গে পোস্টের মাধ্যমে অর্থসাহায্যও চাওয়া হয় ৷ এই বার্তা পাওয়ার পর অনেকেই পুলিশ সুপার এবং পুলিশের দ্বারস্থ হন ।
এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে জেলা পুলিশ । ঘটনাটি জানানো হয় পুলিশ সুপারকে । তদন্ত শুরু করা হয় । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।