পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে ট্রাক, মৃত্যু চালকের - north dinajpur

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হল চালকের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চিরাপট্টি এলাকায় বাংলা-বিহার সীমান্তে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

By

Published : Mar 20, 2019, 8:10 PM IST

রায়গঞ্জ, ২০ মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হল চালকের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চিরাপট্টি এলাকায় বাংলা-বিহার সীমান্তে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত চালকের পরিচয় জানা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, আজ সকালে চিরাপট্টি এলাকায় গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়নজুলিতে উলটে যায়। খবর পেয়ে বিহারের কিশানগঞ্জ থানার পুলিশ আসে। তবে দুর্ঘটনাস্থান পশ্চিমবঙ্গের অন্তর্গত হওয়ায় তারা ফিরে যায়। পরে স্থানীয়রা গোয়ালপোখর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে ট্রাকে থাকা ৬টি গরুও মারা যায় দুর্ঘটনায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি ছোট তাই এখান দিয়ে ট্রাক চলাচলের কারণে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।

গোয়ালপোখর থানার এক পুলিশ আধিকারিক বলেন, "দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কয়েকটি গরুও মারা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।" বেআইনি ভাবে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা খতিয়ে দেখবে পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details