রায়গঞ্জ, ২০ মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হল চালকের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চিরাপট্টি এলাকায় বাংলা-বিহার সীমান্তে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত চালকের পরিচয় জানা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, আজ সকালে চিরাপট্টি এলাকায় গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়নজুলিতে উলটে যায়। খবর পেয়ে বিহারের কিশানগঞ্জ থানার পুলিশ আসে। তবে দুর্ঘটনাস্থান পশ্চিমবঙ্গের অন্তর্গত হওয়ায় তারা ফিরে যায়। পরে স্থানীয়রা গোয়ালপোখর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে ট্রাকে থাকা ৬টি গরুও মারা যায় দুর্ঘটনায়।