পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা আবাস যোজনার জন্য টাকা নেওয়ায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর - বাংলা আবাস যোজনা

বাংলা আবাস যোজনার ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে ৷ ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর ওয়ার্ডের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 25 লাখ টাকা নিয়েছেন ৷ অভিযুক্ত কাউন্সিলরের নাম রঞ্জন মিশ্র ৷

তৃণমূল কংগ্রেস

By

Published : Aug 27, 2019, 7:53 PM IST

রায়গঞ্জ, 27 অগাস্ট : বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ প্রতারিতদের বক্তব্য, 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে অভিযুক্ত রঞ্জন মিশ্রকে ৷ না হলে তাঁর বাড়ি দখল করার হুমকি দিয়েছেন তাঁরা ৷

অভিযোগ, ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর ওয়ার্ডের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 25 লাখ টাকা নিয়েছেন ৷ বাংলা আবাস যোজনায় ঘর পাবেন এমন মিথ্যে আশ্বাস দিয়েছিলেন তিনি ৷ স্থানীয়দের বক্তব্য, গয়না বন্ধক রেখে, টাকা ধার করে কাউন্সিলর রঞ্জন মিশ্রকে টাকা দিয়েছেন । ঘর না পেয়ে কাউন্সিলরের বাড়িতে এসে তাঁরা দেখেন কাউন্সিলর নেই ৷ প্রায় এক মাস ধরে রঞ্জনবাবুকে দেখা যায়নি ৷ আজ তাঁর বাড়ির সামনে ধরনায় বসেন প্রতারিতরা ৷ তাঁদের অভিযোগ, ঘরের জন্য রঞ্জন মিশ্র ওয়ার্ডের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন । এখন ঘরও পাওয়া যাচ্ছে না এবং টাকাও দিচ্ছেন না ।

15 দিনের মধ্যে টাকা না পেলে কাউন্সিলরের বাড়ি দখল করার হুমকি দিয়েছেন তাঁরা । পাশাপাশি তাঁরা আরও বলেন, "সুদে টাকা নিয়ে তাঁকে দেওয়া হয়েছে । যতক্ষণ টাকা না পাব, ততক্ষণ এই বাড়ি থেকে কোথাও যাব না ৷"

অন্যদিকে রঞ্জন মিশ্রের শাশুড়ি লক্ষ্মী দাস বলেন, "মানুষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না ।"

ABOUT THE AUTHOR

...view details