পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল - আক্রান্ত তৃণমূল

BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল ৷ অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় ৷

তৃণমূল
তৃণমূল

By

Published : Jul 31, 2020, 7:50 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই : BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তিন নম্বর ব্লকের মহীপুর গ্রামপঞ্চায়েতের ঘটনা ৷ BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ডেপুটেশন দিতে গিয়েছিল তৃণমূলকর্মীরা ৷ অভিযোগ তখনই তৃণমূল প্রতিনিধিদের মারধর করে গ্রাম পঞ্চায়েত থেকে বের করে দেয় BJP আশ্রিত দুষ্কৃতীরা । এ নিয়ে তর্কাতর্কি বাধে তৃণমূল-BJP কর্মীদের মধ্যে ৷

ক্রমেই উত্তপ্ত হয়েওঠে গ্রাম পঞ্চায়েত চত্বর ৷ এই ঘটনার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত চত্বরে আন্দোলনে নামে তৃণমূলকর্মীরা। BJP আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেয় রায়গঞ্জ থানার পুলিশ ৷

100 দিনের কাজ সহ সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতি চলেছে রায়গঞ্জ ব্লকের BJP পরিচালিত তিন নম্বর মহীপুর গ্রাম পঞ্চায়েতে। কাজ পাচ্ছেন না গ্রামের মানুষ। গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণ ও তোলাবাজির অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই অভিযোগে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিতে যায় মহীপুর তৃণমূল অঞ্চল কমিটির নেতৃত্ব। তৃণমূলের পাঁচজনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধান দীপ্তিবর্মণ সরকারের কাছে ডেপুটেশন দিতে প্রধানের অফিসে ঢুকতেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান।

ABOUT THE AUTHOR

...view details