রায়গঞ্জ, 18 নভেম্বর : পঞ্চায়েত নির্বাচনের সময়ে বুথের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তৃণমূল কর্মী অমৃত সাহার । পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি মৃত্যুর পর সমস্যায় পড়ে পরিবার ৷ এখনও পর্যন্ত তারা কোনও সরকারি সাহায্যও পায়নি বলে তাঁর পরিবারের অভিযোগ । ফলে চরম সমস্যায় পড়েছেন অমৃতবাবুর স্ত্রী এবং মেয়েরা । বারবার স্থানীয় নেতৃত্বের কাছে গিয়েও লাভ হয়নি বলে অভিযোগ । তাঁদের দাবি, মৃত্যুর পর 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং মেয়ের চাকরির পাশাপাশি অমৃতবাবুর স্ত্রীকে বিধবা ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত 2 লাখ টাকা ছাড়া আর কিছুই পাননি তাঁরা ।
2018 সালের 15 মে পঞ্চায়েত ভোট চলাকালীন রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের দেবীনগর বেলতলায় একটি প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে যান অমৃত সাহা ৷ বুথের মধ্যে আচমকা গুলি চলায় আটকে পড়েন অমৃতবাবু । সেখানে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় তাঁর ।
ভোটের সময় খুন হলেও সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ পরিবারের অমৃত সাহা রায়গঞ্জের একটি আসবাবপত্রের দোকানের কর্মী ছিলেন ৷ তাঁর মৃত্যুর পর তৃণমূল নেতা-কর্মীরা বাড়ি গিয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ মৃতের স্ত্রী অর্পিতা সাহা এবং দুই মেয়ে রিয়া ও অনামিকার পাশে থাকার আশ্বাস দেওয়া হয় । এমনকী সরকারিভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ, তাঁর স্ত্রীকে বিধবা ভাতা এবং ছোটো মেয়ে রিয়াকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয় । কিন্তু পরিবারের অভিযোগ, প্রায় তিন বছর হতে চলল শুধু 2 লাখ টাকা সাহায্য ছাড়া আর কিছুই পায়নি । এলাকার তৃণমূল নেতারাও আর ঘুরে দেখছেন না ৷
অর্পিতা সাহা বলেন, ‘‘আমার স্বামী তৃণমূল কর্মী ছিলেন ৷ বুথের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান । এরপর দলের তরফ থেকে বলা হয়েছিল পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি আমার ছোটো মেয়েকে চাকরি দেওয়া হবে । যদিও শুধু 2 লাখ টাকা সাহায্য ছাড়া এখনও পর্যন্ত আর কোনও সুবিধা আমরা পাইনি । আমি নিজেও অসুস্থ ৷ তাই চাইছি দল এবং সরকার যেন আমার পাশে দাঁড়ায় ।’’
এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন,‘‘ আমরা ওই কর্মীর মৃত্যুতে রীতিমতো মর্মাহত । আমরা তৎক্ষণাৎ ওই পরিবারকে দু’লাখ টাকা সাহায্য করেছিলাম । পাশাপাশি আরও বেশ কিছু সাহায্য করা কথা বলা হয়েছিল । সেগুলি যাতে দ্রুত দেওয়া হয় সেটা আমরা অবশ্যই দেখব ।’’